বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:আমরা তথ্য সংগ্রহ করতে পারি এমন ৪টি মাধ্যমের নাম লিখ। 

    Answer
    আমরা তথ্য সংগ্রহ করতে পারি এমন ৪টি মাধ্যম হলো-
    ১. বই; ২. খবরের কাগজ; ৩. টেলিভিশন ও ৪. রেডিও।






    1. Report
  2. Question:ইন্টারনেটের তিনটি সার্চ ইঞ্জিনের নাম লিখ। 

    Answer
    ইন্টারনেটের তিনটি সার্চ ইঞ্জিন হলো-
    ১. গুগল; ২. ইয়াহু ও ৩. পিপীলিকা।






    1. Report
  3. Question:ইন্টারনেট কী কী কাজে লাগে দুইটি বাক্যে লেখ। তথ্য সংরক্ষণের তিনটি উপায় লেখ। 

    Answer
    ইন্টারনেট কী কী কাজে লাগে দেওয়া হলো-
    ১. তথ্য সংগ্রহ করতে
    ২. তথ্য আদান-প্রদান করতে
    তথ্য সংরক্ষণের তিনটি উপায় নিচে দেওয়া হলো-
    ১. খাতায় লিখে তথ্য সংরক্ষণ  করা যায়।
    ২. ছবি তুলে বা ভিডিও করে তথ্য সংরক্ষণ করা যায়।
    ৩. তথ্য সংরক্ষণ প্রুযুক্তি, যেমন-পেন ড্রাইভ, সিডি, ভিসিডি মেমরি কার্ড ইত্যাদি ব্যবহার করে তথ্য সংরক্ষণ করা যায়।






    1. Report
  4. Question:দিশা তার বন্ধু বান্ধব পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গেমিশে অনেক কিছু জানতে ও জানাতে পারে। দিশার এই জানার প্রক্রিয়াকে কী বলে? এই প্রক্রিয়া দিশাকে কীভাবে সাহায্য করে? এটি কোন কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? 

    Answer
    দিশা যে প্রক্রিয়ায় কোনো তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করে তাকে তথ্য বিনিময় বলে।
    তথ্য বিনিময় দিশাকে নিরাপদ থাকতে, ভালোভাবে বাচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে।
    তথ্য বিনিময় ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে গুরুত্বপূর্ণ।






    1. Report
  5. Question:তুমি দৈনিক পত্রিকা ও টেলিশিনে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে জানলে । এই তথ্য তোমাকে কী করতে সাহায্য করবে? এভাবে সম্প্রচার মাধ্যম থেকে তথ্য জেনে কোনটি রক্ষা করা যায়? 

    Answer
    সংক্রামক ডেঙ্গু জ্বরের তথ্য প্রচার হওয়ার ফলে এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে। 
    তথ্যটি জেনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে ডেঙ্গু রোগ থেকে রক্ষা পাওয়া যাবে।
    অনেক সময় সম্প্রচার মাধ্যম জলোচ্ছ্বাস বা উপকূলীয় তথ্য জানায়। এতে অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা যায়। ট্রলার, জাহাজ নিরাপদ আশ্রয়ে নিয়ে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা যায।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd