Question:রোহান তথ্য বিনিময়ে মাধ্যম ব্যবহার করে। এই মাধ্যমগুলোকে এক কথায় কী বলে? রোহানের ব্যবহারকৃত ৩টি মাধ্যমের নাম লিখ। এটি ব্যবহারের ফলে রোহান সহজেই কোন কাজ করতে পারে লিখ।
Answer
রোহানের ব্যবহৃত তথ্য বিনিময়ের মাধ্যগুলোকে এক কথায় আইসিটি বলে। রোহানের ব্যবহারকৃত ৩টি মাধ্যম হলো- ১. কম্পিউটার; ২. ইন্টারনেট; ৩. ই-মেইল। আইসিটি ব্যবহারকৃত ৩টি মাধ্যম হলো- কম্পিউটার; ২. ইন্টারনেট; ৩. ই-মেইল। আইসিটি ব্যবহারের ফলে রোহান সহজেই তথ্য সংগ্রহ সংরক্ষণ, বিনিময় ও বিস্তারের কাজ করতে পারে।