বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:কীভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায় তার পঁচাটি উদাহরণ দাও। 

    Answer
    কীভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায় তার পঁচাটি উদাহরণ হলো-
    ১. টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করে আমরা মানুষর সাথে কথা বলতে পারি।
    ২. তথ্য আদান-প্রদানের জন্য আমরা চিঠি লিখতে পারি।
    ৩. ক্যামেরার মাধ্যমে আমরা ছবি তুলে বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি।
    ৪. মোবাইলের খুদে বার্তা (এস.এম.এস), কম্পিউটারে ই-মেইলের মাধ্যমে তথ্য আদান-প্রদান করা যায়।
    ৫. বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেমন-ফেসবুক বা টুইটার ব্যবহার করেও তথ্য বিনিময় করা হয়।






    1. Report
  2. Question:বাংলাদেশের তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখ। 

    Answer
    বাংলাদেশের তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো-
    কালবৈশাখী, টর্নোডো ও ঘূর্ণঝড় বা সাইক্লোন।






    1. Report
  3. Question:আবহাওয়া কী? 

    Answer
    কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমন্ডলের সাময়িক অবস্থানকে আবহাওয়া বলে। অন্যভাবে বলা যায়, কোনো স্থানের রোদ, বৃষ্টি, তাপমাত্রা, মেঘ, কুয়াশা ও বায়ুপ্রবাহের স্বল্প সময়ের অবস্থানকে আবহাওয়া বলে।






    1. Report
  4. Question:আবহাওয়ার উপাদানগুলো কী কী? 

    Answer
    আবহাওয়ার উপাদানগুলো হলো- তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ও বায়ুচাপ ইত্যাদি।






    1. Report
  5. Question:সাধারণত কোন সময়ে সমুদ্র থেকে স্থলভাগে বায়ু প্রবাহিত হয়? 

    Answer
    সাধারণ বর্ষাকালে অর্থাৎ জুন থেকে আগস্ট মাস সমুদ্রের উচ্চচাপ অঞ্চলের স্থলভাগে প্রবাহিত হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd