Question:একটি অঞ্চলের জলবায়ু পরিবর্তন সে অঞ্চলের প্রাকৃতিক দুর্যগের ঝুঁকি বাড়ায় । এই দুর্যগের ঝুঁকি সম্পর্কে ৩টি বাক্য লেখ । কোন কৌশল অবলম্বন করে এ দুর্যগ মোকাবেলা করা যায় ?
Answer
জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যগের ঝুঁকি বাড়ায় । যেমন - ১. ঘুর্নিঝড় ও জলোচ্ছাসের হার ও মাত্রা বৃদ্ধি করে । ২. হঠাৎ ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দেবে । ৩. বৃষ্টিপাতের পরিমান কমে খরা দেখা দেবে । দুইটি কৌশল অবলম্বন করে এ দুর্যগ মোকাবেলা করা যেতে পারে, একটি হলো জলবায়ু পরিবর্তনের হার কমানো । অপরটি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন ।