বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:মাটি ও পানি কেন দূষিত হচ্ছে ? 

    Answer
    কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যাবহারের ফলে মাটি ও পানি দূষিত হয় ।






    1. Report
  2. Question:জৈব প্রযুক্তি ব্যাবহার করে উদ্ভাবিত ফসলের তটি বৈশিষ্ট্য লেখ । 

    Answer
    জৈব প্রযুক্তি ব্যাবহার করে উদ্ভাবিত ফসলের তিনটি বৈশিস্ট্য হলো -
    ১. অধিক পুস্টি সম্পন্ন ২. রোগ প্রতিরোধী ৩. অধিক উৎপাদনকারী






    1. Report
  3. Question:কলকারখানা ও যানবাহন থেকে নির্গত গ্যাস কী কী সমস্যা সৃষ্টি করছে ? 

    Answer
    কলকারখানা ও যানবাহন থেকে নির্গত গ্যাস বায়ু দূষিত করছে । যার ফলে পৃথিবীর উঞ্চতা বৃদ্ধি পাচ্ছে ও এসিড বৃ্ষ্টি হচ্ছে ।






    1. Report
  4. Question:প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার পাঁচটি প্রভার লেখ । 

    Answer
    প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার পাঁচটি প্রভাব হলো -
    ১. বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাদ্য ও বাসস্থান তৈরীর ফলে প্রাকৃতিক সম্পদ যেমন - মাটি পানি গাছপালা ও প্রানীর উপর ক্ষতিকর প্রভাব পড়ে । 
    ২. বাড়তি জনসংখ্যার অধিক মাত্রায় খাদ্যশস্য ও ফসল ফলানোর জন্য একই জমি একাধিকবার চাষ করা । ফলে জমির উর্বরতা নষ্ট হয় । ৩. অধিক জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যাবহার করা হয় । ফলে মাটি ও পানি দূষিত হচ্ছে ।৪. স্টিমার ও অন্যান্য জলযান থেকে নির্গত বর্জ্য ও মানুষের মলমুত্র পানিতে মিশে পানি দূষিত হয় । ৫. অধিক জনসংখ্যার কর্মস্থানের জন্য তৈরী কলকারখানা থেকে নির্গত নানা রকম ক্ষতিকর গ্যাস বায়ুতে মিশে বায়ু দূষিত করে ।






    1. Report
  5. Question:জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তরে কী কী ব্যাবস্থা গ্রহণ করা যেতে পারে তা পাঁচটি বাক্য লেখ । 

    Answer
    জনসংখ্যাকে জনসম্পদে রপান্তরিত করতে হলে নিম্নোক্ত ব্যাবস্থা গ্রহণ করা যেতে পারে -
    ১. বিজ্ঞান ভিওিক জ্ঞান ও কলাকৌশলগত যথাযথ শিক্ষার ব্যাবস্থা করে । 
    ২. শিক্ষা ক্ষেত্রে অগ্রগতির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করে । 
    ৩. উপযুক্ত কারীগরি শিক্ষার মাধ্যমে আত্নকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে । 
    ৪. কৃষি ও শিল্পের উন্নয়ন ঘটিয়ে । 
    ৫. প্রাকৃতিক সম্পদের সদ্বব্যাবহার নিশ্চিত করে ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd