Question:আত্নকর্মসংস্থান বলতে কী বুঝায় ?
Answer
আত্নকর্মসংস্থান বলতে নিজের উদ্যোগে অর্থ উপার্জন করাকে বোঝায় ।
Question:আত্নকর্মসংস্থান বলতে কী বুঝায় ?
আত্নকর্মসংস্থান বলতে নিজের উদ্যোগে অর্থ উপার্জন করাকে বোঝায় ।
Question:মানুষের তিনটি মৌলিক চাহিদার নাম লেখ ?
মানুষের তিনটি মৌলিক চাহিদার নাম হলো - ১. খাদ্য ২. বস্ত্র ৩. বাসস্থান ।
Question:আদমশুমারী কী ?
জনসংখ্যার হিসাব জানার জন্য নির্দিষ্ট দিনে ঘরে ঘরে গিয়ে লোক গনণার যে ব্যাবস্থা তাই আদমশুমারী ।
Question:জনসংখ্যার ঘনত্ব কাকে বলে ?
প্রতি একক জায়গায় বসবাসরত মোট জনসংখ্যাকে জনসংখ্যার ঘনত্ব বলা হয় ।
Question:জনসংখ্যার গনত্ব কীভাবে নির্ণয় করা যায় ?
কোন স্থানের মোট জনসংখ্যাকে ঐ স্থানের ক্ষেত্রফল দ্ধারা ভাগ করে খুব সহজেই জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করা যায় ।