1. Question:5x, 6y এবং `4z xx 2y xx 2x` তিনটি বীজগণিতীয় রাশি । ক. `5x xx 6y` নির্ণয় কর এবং xy এর সহগ লেখ । খ. `5x xx 6y xx 4z xx 2y xx 2x`এর সরল কর । গ. খ এর প্রাপ্ত ফলাফলে x = 1, y = 2 এবং z = 3 বসিয়ে মান নির্ণয় কর । 

    Answer
    ক. দেওয়া আছে, `5x xx 6y = 5 xx x xx 6 xx y`
    
                                   `= 5 xx 6 xx x xx y = 30xy`
    
     আবার, `30xy = 30 xx xy`
    
       :. xy এর সহগ = 30
    
    
    খ.  `:. 5x xx 6y xx 4z xx 2y xx 2x`
    
         `= 5 xx x xx 6 xx y xx 4 xx z xx 2 xx y xx 2 xx x` 
    
       `  = 5 xx 6 xx 4 xx 2 xx 2 xx x xx y xx z xx y xx x`
    
         `= 30 xx 16 xx x xx x xx y xx y xx z`
    
         `= 480 xx x^2 xx y^2 xx z`
    
         `= 480 x^2 y^2 z`
    
    
     
     গ. দেওয়া আছে,  x = 1, y = 2 এবং z = 3
    
      :. ’খ’ এর প্রাপ্ত ফলাফল `= 480 x^2 y^2 z`
    
                               `= 480 xx (1)^2 xx (2)^2 xx (3)` [মান বসিয়ে ]
    
                              ` =  480 xx 1 xx 1 xx 2 xx 2 xx 3`
    
                              ` = 480 xx 12 = 5760`






    1. Report
  2. Question:`2a xx 3b xx 4c xx 4a xx 3b xx 6c xx a xx c`একটি বীজগণিতীয় রাশি । ক. `2a xx 3b xx 4c xx 4a` নির্ণয় কর । খ. রাশিটির সরল কর । গ. ‘খ’ এর প্রাপ্ত ফলাফল থেকে a, b এবং c এর সূচক লেখ । 

    Answer
    ক. `2a xx 3b xx 4c xx 4a`
    
            `= 2 xx a xx 3 xx b xx 4 xx cxx 4 xx a`
    
            `= 2 xx 3 xx 4 xx 4 xx a xx b xx c xx a`
    
            `= 6 xx 16 xx a xx a xx b xx c`
    
           ` = 96 xx a^2 xx b xx c = 96 a^2 bc`
    
    
    
    খ. `2a xx 3b xxx 4c xx 4a xx 3b xx 6c xx a xx c`
    
          `= 2 xx a xx 3 xx b xx 4 xx c xx 4 xx a xx b xx 6 xx c xx a xx c`
    
         ` = 2 xx 3 xx 4 xx 4 xx 3 xx 6 xx a xx b xx c xx a xx b xx c xx a xx c`
    
          `= 24 xx 72 xx a xx a xx a xx b xx b xx c xx c xx c`
    
          `= 1728 xx a^3 xx b^2 xx c^3`
    
    
    গ.  ‘খ’ হতে প্রাপ্ত ফলাফল` = 1728 a^3 b^2 c^3`
    
       `a^3` এর ক্ষেত্রে a এর সূচক  3 
    
     ` b^2` এর ক্ষেত্রে b এর সূচক  2
    
      `c^3`  এর ক্ষেত্রে  c এর সূচক  3
    
        3 ; 2 এবং 3






    1. Report
  3. Question:7x + 5y + 6z, 6x + 3y + 4z, 5x + 4y + 7z তিনটি বীজগণিতীয় রাশি । ক. রাশি তিনটির যোগফল নির্ণয় কর । খ. ‘ক’ এর প্রাপ্ত ফলাফল থেকে 2x + 2y + 2z বিয়োগ কর । গ. ’খ’ এর প্রাপ্ত ফলাফলে x = 1, y = 2 এবং z = 3 বসিয়ে মান নির্ণয় কর । 

    Answer
    ক.   ১ম রাশি, ২য় রাশি এবং ৩য় রাশি সদৃশ পদগুলোকে তাদের চিহৃসহ 
    
    নিচে নিচে সাজিয়ে পাই,
    
          7x + 5y + 6z
    
          6x + 3y + 4z
    
          5x + 4y + 7z
         _____________
         18x + 12y + 17z
    
       :. যোগফল = 18x + 12y + 17z
    
    
    খ. ‘ক’ এর প্রাপ্ত ফলাফল = 18x + 12y + 17z 
    
       ‘ক’ এর প্রাপ্ত ফলাফল থেকে (2x + 2y + 2z) বিয়োগ করি,
    
    
           18x + 12y + 17z
    
            2x + 2y + 2z
    
            (-)    (-)   (-)
           __________________
            16x + 10y + 15z
    
       [এখানে বিয়োজ্যের প্রতিটি পদের চিহৃ পরিবর্তন করে যোগ করা হলো ।]
    
    
          :. বিয়োগফল = 16x + 10y + 15z
    
    
    
    গ.  দেওয়া আছে, x = 1, y = 2 z = 3
    
      :. 'খ' এর প্রাপ্ত ফলাফল  = 16x + 10y + 15z
    
                               `= 16 xx 1 + 10 xx 2 + 15 xx 3` [মান বসিয়ে]
    
                                 = 16 + 20 + 45 = 81






    1. Report
  4. Question:`5a + 3b - c^2, 4a + 4b + 4c^2, 2a - 8b + 2c^2` তিনটি বীজগণিতীয় রাশি । ক. ১ম রাশি, ২য় রাশি ও ৩য় রাশির যোগফল বের কর । ২ খ. প্রাপ্ত যোগফল থেকে `(- 15a - 10b - 10c^2)` বিয়োগ কর । ৪ গ. ‘খ’ এর প্রাপ্ত ফলাফলে a = 2, b = 3 এবং c = 1 বসিয়ে মান নির্ণয় কর । ৪ 

    Answer
    ক. সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই,
    
           `5a + 3b - c^2`
    
           `4a + 4b + 4c^2`
    
           `2a - 8b + 2c^2`
            _______________
            11a - b + 5c^2
    
      :.  যোগফল `= 11a - b + 5c^2`
    
    
    খ.  ‘ক’ এর প্রাপ্ত যোগফল `= 11a - b + 5c^2`
    
     এখন বিয়োজ্যের প্রতিটি পদের চিহৃ পরিবর্তন করে পাই, 
    
        `15a + 10b + 10c^2`
    
    এখন প্রাপ্ত যোগফলের রাশির সাথে রুপান্তরিত বিয়োজ্য রাশি যোগ করে পাই,
    
    
        `11a - b + 5c^2`
    
        `15a + 10b + 10c^2`
      _____________________
      `= 26a + 9b + 15c^2`
    
    
     :. বিয়োগফল `= 26a + 9b + 15c^2`
    
     গ. দেওয়া আছে, a = 2, b = 3 এবং c = 1
    
     ‘খ’ এর প্রাপ্ত ফলাফল 
    
           `= 26a + 9b + 15c^2`
    
           `= 26 xx 2 + 9 xx 3 + 15 xx (1)^2`  [মান বসিয়ে]
    
           `= 52 + 27 + 15 xx 1 xx 1`
    
           `= 52 + 27 + 15 = 94`






    1. Report
  5. Question:7x + 5y + 6z, 3x + y + 3z 4x + 4y + 3z তিনটি বীজগণিতীয় রাশি । ক. প্রথম রাশিটির x,y ও z এর সাংখ্যিক সহগগুলোর নির্ণয় কর । ২ খ. দেখাও যে, রাশি তিনটির যোগফল প্রথম রাশিটির দ্বিগুণ । ৪ গ. x = 1, y = 3 এবং z = 2 এর জন্য ‘খ’ এর সত্যতা যাচাই কর । ৪ 

    Answer
    ক. প্রথম রাশিটি হলো, 7x + 5y + 6z
    
     রাশিটিতে x, y ও z  এর সহগ যথাক্রমে 7, 5 ও 6
    
      :. সাংখ্যিক সহগগুলোর যোগফল (7 + 5 + 6) = 18
    
        উত্তর = 18
    
    
    
    খ. প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাশি যথাক্রমে 
    
       7x + 5y + 6z, 3x + y + 3z  এবং 4x + 4y + 3z
    
         রাশিগুলোর যোগফল  7x + 5y + 6z
    
                                3x + y + 3z
    
                                4x + 4y + 3z
                              _____________
                               14x + 10y + 12z
    
     রাশিটির তিনটির যোগফল  = 14x + 10y + 12z
    
                                  = 2 (7x + 5y + 6z)
    
                                `= 2 xx` প্রথম রাশি ।
    
     :. রাশিটি তিনটির যোগফল, প্রথম রাশিটির দ্বিগুণ ।
    
    
     গ.  দেওয়া আছে,   x = 1, y = 3 z = 2
    
      ‘খ’ থেকে প্রাপ্ত
    
     রাশিগুলোর যোগফল  14x + 10y + 12z
    
                         = 14.1 + 10.3 + 12.2  []
    
                         = 14 + 30 + 24 = 68
    
      প্রথম রাশি = 7x + 5y + 6z 
    
                 = 7.1 + 5.3 + 6.2
    
                  = 7 + 15 + 12 = 34
    
    :. রাশিগুলোর যোগফল = 68 `= 2 xx 34 = 2 xx ` প্রথম রাশি ।
    
    সুতরাং রাশিগুলোর যোগফল, প্রথম রাশির দ্বিগুণ ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd