1. Question:কোনো আসল ৫ বছরে মুনাফা-আসলে ৫০০০ টাকা এবং ৩বছরে মুনাফা-আসলে ৪৫০০ টাকা হয়। ক. ২ বছরের মুনাফার হার কত? খ. আসল ও মুনাফার হার নির্ণয় কর। গ. একই হার মুনাফায় কত বছরে উক্ত আসল মুনাফা-আসলে দ্বিগুণ হবে? 

    Answer
    সমাধান:
    
    ক. আসল + ৫ বছরের মুনাফা = ৫০০০ টাকা
    
         আসল + ৩ বছরের মুনাফা = ৪৫০০ টাকা
    ---------------------------------------------
    বিয়োগ কর :. ২ বছরের মুনাফা = ৫০০ টাকা
    
       উত্তর: ৫০০ টাকা।
    
      খ. ‘ক’ থেকে পাই,
    
         ২ বছরের মুনাফা ৫০০ টাকা
    
         :. ১ বছরের মুনাফা `(৫০০)/২` টাকা
    
          :. ৩ বছরের মুনাফা`(৫০০ xx ৩)/২` টাকা
    
                         = ৭৫০ টাকা
    
        :.  আসল = (৪৫০০ - ৭৫০) টাকা
    
                   = ৩৭৫০ টাকা।
    
          ৩৭৫০ টাকার ৩ বছরের মুনাফা ৭৫০ টাকা
    
          :. ১ টাকার ১ বছরের মুনাফা `(৭৫০)/(৩৭৫০ xx ৩)` টাকা
    
          :.  ১০০ টাকার ১ বছরের মুনাফা `(৭৫০ xx ১০০)/(৩৭৫০ xx ৩)` টাকা
    
                                       = `৬ ২/৩` টাকা
    
       :. আসল ৩৭৫০ টাকা এবং মুনাফার হার `৬ ২/৩%`
    
        উত্তর: ৩৭৫০ টাকা এবং `৬ ২/৩%`
    
     গ. ‘খ’ থেকে পাই,
    
         আসল P = ৩৭৫০ টাকা
    
         মুনাফার হার r `= ৬ ২/৩% = (২০)/৩%`
    
       :. মুনাফা-আসল A` = ৩৭৫০ xx ২` টাকা = ৭৫০০ টাকা
    
        :. মুনাফা I = (৭৫০০ - ৩৭৫০) টাকা = ৩৭৫০ টাকা
    
        আমরা জানি, I = prn
    
          বা n `= 1/(pr)`
    
          = `(৩৭৫০)/(৩৭৫০ xx (২০)/৩ %)`
    
          = `(৩৭৫০)/(৩৭৫০ xx (২০)/৩ xx ১/(১০০)`
    
          =` (১/১)/(১৫)`
    
          = ১৫
    
        :. নির্ণেয় সময় ১৫ বছর
    
        উত্তর: ১৫ বছর






    1. Report
  2. Question:অমল বাবু বার্ষিক ১২% মুনাফায় ৮,০০০ টাকা ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। ক. ১২% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কর। খ. সরল মুনাফা ও মুনাফা আসল নির্ণয় কর। গ. চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় কর। 

    Answer
    ক. ১২% = `১২ xx ১/(১০০)`
    
               =` ৩/(২৫)`
    
          উত্তর:  `৩/(২৫)` 
    
     খ. দেওয়া আছে, 
    
        মুনাফার হার r =` ১২% = (১২)/(১০০)`
           
        আসল p = ৮,০০০ টাকা
    
        সময় n = ৩ বছর
    
        সরল মুনাফা I = ?
    
        আমরা জানি, I = prn
    
        অর্থাৎ সরল মুনাফা
    
        = আসল `xx` মুনাফার হার `xx` সময়
    
        = `৮,০০০ xx (১২)/(১০০) xx ৩` টাকা
    
        = ২৮৮০ টাকা
    
      :.  সরল মুনাফা ২৮৮০ টাকা 
    
      আবার, মুনাফা আসল A = I + P
    
      = (২৮৮০ + ৮,০০০) টাকা
    
      = ১০৮৮০ টাকা
    
      উত্তর: সরল মুনাফা ২৮৮০ টাকা এবং মুনাফা-আসল ১০৮৮০ টাকা।
    
      গ. আমরা জানি, C =` P( + r)^n`
    
         এখানে, মূলধন P = ৮,০০০ টাকা
    
         মুনাফার হার r =`১২% = (১২)/(১০০) `
    
         সময় n = ৩ বছর
    
       C = `৮,০০০ xx (১ + (১২)/(১০০))^৩` টাকা
    
          = `৮০০০ xx ((১১২)/(১০০))^৩` টাকা
    
          =` ৮০০০ xx (১১২ xx ১১২ xx ১১২)/(১০০ xx ১০০ xx ১০০)` টাকা
    
          = ১১২৩৯.৪২৪ টাকা
    
       :. চক্রবৃদ্ধি মুনাফা = সবৃদ্ধিমূল্য - মূলধন
    
           = `C - P xx`
    
           = (১১২৩৯.৪২৪ - ৮০০০) টাকা
    
           = ৩২৩৯.৪২৪ টাকা
    
      :. চক্রবৃদ্ধি মুনাফা ৩২৩৯.৪২ টাকা 
    
          উত্তর: ৩২৩৯.৪২ টাকা।






    1. Report
  3. Question:শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ৬ বছরে মুনাফা-মূলধনে ‍দ্বিগুণ হয়, সেই হারে কোনো মূলধন ৪ বছরে মুনাফা-মূলধনে ২০৫০ টাকা হয়। ক. মূলধন ১০০ টাকা ধরে ৬ বছরের মুনাফা নির্ণয় কর। খ. মুনাফার হার নির্ণয় কর। গ. মূলধন নির্ণয় কর। 

    Answer
    ক. মনে করি, মূলধন ১০০ টাকা
    
       তাহলে
    
        ৬ বছরে মুনাফা-মূলধনে দ্বিগুণ = `(১০০ xx ২)` টাকা
    
                                       = ২০০ টাকা
    
      :. ৬ বছরের মুনাফা = (২০০ - ১০০) টাকা
    
                           = ১০০ টাকা
    
         উত্তর: ১০০ টাকা
    
    
      খ. প্রথম ক্ষেত্রে সময় n = ৬ বছর
    
          মনে করি মূলধন P টাকা এবং মুনাফার হার r%
    
         :. ৬ বছরের মুনাফা-মূলধন A = p টাকা
    
         :. ৬ বছরের মুনাফা I = (p - P) টাকা
    
                                = টাকা
    
        আমরা জানি, I = prn
    
          বা r = `I/(pn)`
    
       অর্থাৎ মুনাফার হার = মুনাফা/মূলধন `xx` সময়
    
       :. মুনাফার হার `P/(p xx ৬) = ১/৬`
    
                    = `১/৬ xx ১০০ xx ১/(১০০)`
    
                    = `(৫০)/৩ xx ১/(১০০)` 
    
                    = `(৫০)/৩ %`
    
         উত্তর: `(৫০)/৩ %`
    
     গ. দ্বিতীয় ক্ষেত্রে, মনে করি মূলধন p টাকা
    
         সময় n = ৪ বছর
    
         মুনাফা-মূলধন A = ২০৫০ টাকা
    
        :. মুনাফা I = A - P
    
              = (২০৫০ - p) টাকা
    
        মুনাফার হার r = `(৫০)/৩ %`
    
        আমরা জানি, I = prn
    
             বা, ২০৫০ - p `= p xx (৫০)/৩ % xx ৪`
    
             বা, ২০৫০ - p =` p xx (৫০)/৩ xx ১/(১০০) xx ৪`
    
             বা, ২০৫০ - p =` (২p)/৩`
    
             বা, ২p = ৬১৫০ - ৩p
    
             বা, ২p + ৩p = ৬১৫০
    
             বা, ৫p = ৬১৫০
    
             বা, p =` (৬১৫০)/৫`
    
               :. p = ১২৩০
    
          :. নির্ণেয় আসল ১২৩০ টাকা
    
            উত্তর: ১২৩০ টাকা।






    1. Report
  4. Question:কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ১৫৭৮ টাকা এবং ৫ বছরের মুনাফা-আসলে ১৮৩০ টাকা হয়। ক. ৮% হারে ১৮৩০ টাকার ৫ বছরের মুনাফা কত? খ. আসল নির্ণয় কর। গ. মুনাফার হার নির্ণয় কর। 

    Answer
    ক. দেওয়া আছে, মূলধন p = ১৮৩০ টাকা
    
      মুনাফার হার r = ৮% =` ৮/(১০০)`
    
      সময় n = ৫ বছর
    
      মুনাফা, I = ?
    
      আমরা জানি, I = prn
    
      অর্থাৎ মুনাফা = আসল `xx` মুনাফার হার `xx` সময়
    
                    = `১৮৩০ xx ৮/(১০০) xx ৫` টাকা
    
                    = ৭৩২ টাকা
    
         উত্তর: ৭৩২ টাকা।
    
     খ. আসল + ৫ বছরের মুনাফা = ১৮৩০ টাকা
    
         আসল + ৩ বছরের মুনাফা = ১৫৭৮ টাকা
       -------------------------------------------
    (বিয়োগ করে) ২ বছরের মুনাফা = ২৫২ টাকা
    
       ২ বছরের মুনাফা ২৫২ টাকা
    
      :. ১ বছরের মুনাফা `(২৫২)/২` টাকা
    
     :. ৩ বছরের মুনাফা `(২৫২ xx ৩)/২` টাকা
    
                   = ৩৭৮ টাকা
    
      :. আসল = মুনাফা-আসল-মুনাফা
    
       = (১৫৭৮ - ৩৭৮) টাকা
    
       = ১২০০ টাকা
    
       উত্তর: ১২০০ টাকা।
    
     গ. এখানে, আসল p = ১২০০ টাকা  [‘খ’ থেকে প্রান্ত]
    
        মুনাফা I = ৩৭৮ টাকা
    
        সময় n = ৩ টাকা
    
        মুনাফার হার r = ?
    
        আমরা জানি, I = prn
    
        বা,   r =` I/(pn)`
    
       :. মুনাফার হার = মুনাফা/আসল `xx` সময়
    
         = `(৩৭৮)/(১২০০ xx ৩)`
    
         = ০.১০৫
    
         =` ০.১০৫ xx ১০০ xx ১/(১০০)`
    
         = `১০.৫ xx ১/(১০০)`
    
         = ১০.৫%
    
        উত্তর: ১০.৫%।






    1. Report
  5. Question:১৩০০০ টাকা ৫ বছরে মুনাফা আসলে ১৮৮৫০ টাকা হয়। ক. মোট মুনাফা কত? খ. মুনাফার হার নির্ণয় কর? গ. ঐ একই হারে কত টাকা ৫ বছরে মুনাফা আসলে ১৪৫০০ টাকা হবে? 

    Answer
    ক. দেওয়া আছে, আসল p = ১৩০০০ টাকা
    
        মুনাফা-আসল,A = ১৮৮৫০ টাকা
    
      :. মুনাফা, I = A - p
    
        = (১৮৮৫০ - ১৩০০০) টাকা
    
        = ৫৮৫০ টাকা
    
       উত্তর: ৫৮৫০ টাকা।
    
     খ. ‘ক’ থেকে পাই,
    
         আসল p = ১৩০০০ টাকা
    
         মুনাফা I = ৫৮৫০ টাকা
    
         সময় n = ৫ বছর
    
        আমরা জানি, I = prn
    
           বা, r = `I/(pn)`
    
       অর্থাৎ মুনাফার হার = মুনাফা/আসল `xx` সময়
    
        = `(৫৮৫০)/(১৩০০০ xx ৫)`
    
        = ০.০৯
    
        = `০.০৯ xx ১০০%`
    
        = ৯%
    
       :. মুনাফার হার ৯%
    
       উত্তর: ৯% 
    
     গ. ‘খ’ থেকে পাই,
    
        মুনাফার হার r = ৯% `= ৯/(১০০)`
    
        সময় n = ৫ বছর
    
        মুনাফা-আসল A = ১৪৫০০ টাকা
    
        মনে করি আসল p টাকা
    
       :. মুনাফা I = A - P = (১৪৫০০ - p) টাকা
    
       আমরা জানি, I = prn
    
          বা, p = `I/(rn)`
    
          বা, p = `(১৪৫০০ - p)/(৯/(১০০) ৫)`
    
          বা,  p = `((১৪৫০০ - p)/৯)/(২০)`
    
          বা, p =` (২০(১৪৫০০ - p))/৯`
    
          বা, ৯p = ২৯০০০০ - ২০p
    
          বা, ৯p + ২০p = ২৯০০০০
    
          বা, ২৯p = ২৯০০০০
    
          বা, P =` (২৯০০০০)/(২৯)`
    
          বা, P = ১০০০০
    
        :. আসল = ১০০০০ টাকা
    
        উত্তর: ১০০০০ টাকা।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd