1. Question:কোনো আসল ৫ বছরের মুনাফা আসলে ৫০০ টাকা এবং ৩ বছরে মুনাফা আসলে ৪৫০ টাকা হয়। ক. ২ বছরের মুনাফা কত? খ. আসল ও মুনাফার হার নির্ণয় কর। গ. একই হার মুনাফায় কত বছরে উক্ত আসল মুনাফা আসলে দ্বিগুণ হবে? 

    Answer
    ক. এখানে, আসল + ৫ বছরের মুনাফা = ৫০০ টাকা
    
            এবং আসল + ৩ বছরের মুনাফা  = ৪৫০ টাকা
         ------------------------------------------------
      (বিয়োগ করে)     ২ বছরের মুনাফা   = ৫০ টাকা
    
       উত্তর: ৫০ টাকা।
    
     
      খ. এখানে,
    
       প্রদত্ত আসলের ২ বছরের মুনাফা = ৫০ টাকা 
    
       :.  ১ বছরের মুনাফা  `(৫০)/২` টাকা 
    
       :.  ৩ বছরের মুনাফা  `(৫০ xx ৩)/২` টাকা 
    
                             = ৭৫ টাকা
    
       কিন্তু আসল + ৩ বছরের মুনাফা = ৪৫০ টাকা
    
       সুতরাং আসল = (৪৫০ - ৭৫) টাকা = ৩৭৫ টাকা
    
       আমরা জানি, I = prn
    
       বা, r = `I/(pn)`
    
      এখানে আসল p = ৩৭৫ টাকা
    
       মুনাফা I = ৭৫ টাকা
    
       সময় n = ৩ বছর
    
       ;. r = `(৭৫)/(৩৭৫ xx ৩)`
    
      `= ১/(১৫) = ১/(১৫) xx ১০০%` 
    
       =` ৬ ২/৩ %`
    
       উত্তর: আসল ৩৭৫ টাকা এবং মুনাফা `৬ ২/৩ %`।
    
    
      গ. আসল p = ৩৭৫ টাকা
    
        মুনাফার হার r `= ৬ ২/৩ %`
    
        মনে করি প্রয়োজনীয় সময় n বছর।
    
       ;. n বছর পর মুনাফা আসল =` (৩৭৫ xx ২)` টাকা
    
                                     = ৭৫০ টাকা
    
       সুতরাং বছরের মুনাফা I = (৭৫০ - ৩৭৫) টাকা
    
                             = ৩৭৫ টাকা
    
       আমরা জানি,
    
       মুনাফা, I = prn
    
       বা, n = `I/(pr)`
    
       বা, n = `(৩৭৫)/(৩৭৫ xx (২০)/৩ %)`
    
          = `(৩৭৫)/(৩৭৫ xx (২০)/৩ xx ১/(১০০))`
    
          = `(১/১)/(১৫)`
    
         :. প্রয়োজনীয় সময় ১৫ বছর।
    
         উত্তর: ১৫ বছর।






    1. Report
  2. Question:ওয়াসিফ ১৩০০০ হাজার টাকা বিনিয়োগ করে ৫ বছরে মুনাফা আসলে ১৮৮৫০ টাকা পেল। আরও সে ২৫০০০ টাকা ৪ বছরের জন্য বিনিয়োগ করল। ক. সরল মুনাফা কি? খ. বার্ষিক শতকরা মুনাফার হার কত? গ. ‘খ’ থেকে প্রাপ্ত মুনাফার হারে দ্বিতীয়বারের বিনিয়োগ মুনাফা আসলে কত হবে? 

    Answer
    ক. সরল মুনাফা: প্রতি বছরে শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে। শুধু মুনাফা বলতে সরল মুনাফা বোঝায়।
    
    
     খ. এখানে, আসল p = ১৩০০০ টাকা
    
        মুনাফা-আসল = ১৮৮৫০ টাকা
    
        সুতরাং
    
        মোট মুনাফা I = (১৮৮৫০ - ১৩০০০) টাকা
    
                       = ৫৮৫০ টাকা
    
        আমরা জানি, মুনাফা I = prn
    
        বা, r = `(৫৮৫০)/(১৩০০০ xx ৫)` টাকা
    
              = ০.০৯ টাকা
    
              = `০.০৯ xx ১০০% `
    
              = ৯%
    
      :. মুনাফার হার ৯%।
    
       উত্তর: মুনাফার হার ৯%।
    
      গ. ‘খ’ হতে পাই,
    
         মুনাফার হার r = ৯% =` ৯/(১০০)`
    
         দেওয়া আছে, মূলধন p = ২৫০০০ টাকা
    
         সময় n = ৪ বছর
    
         আমরা জানি,
    
         মুনাফা, I = prn
    
         =` ২৫০০০ xx ৯/(১০০) xx ৪` টাকা
    
         = ৯০০০ টাকা।
    
        সুতরাং মুনাফা আসল = (২৫০০০ + ৯০০০) টাকা
    
                              = ৩৪০০০ টাকা
    
        উত্তর: ৩৪০০০ টাকা






    1. Report
  3. Question:রহিম সাহেব ১০% হারে ৩০০০ টাকা ৪ বছর ৪ মাসের জন্য এবং ৮% হারে ২০০০ টাকা কোনো নিদিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করলেন। ক. ৪ বছর ৪ মাসকে বছরে পরিণত কর। খ. রহিম সাহেব প্রথম বিনিয়োগ কত টাকা মুনাফা পাবেন? গ. রহিম সাহেবের প্রথম বিনিয়োগের ক্ষেত্রে ৫ বছরের প্রাপ্ত মুনাফার সমান মুনাফা পেতে দ্বিতীয় ক্ষেত্রে কত সময় লাগবে? 

    Answer
    ক. ৪ বছর ৪ মাস
    
      = ৪ বছর + `৪/(১২)` বছর  [:. ১২ মাস = ১ বছর]
    
      = ৪ বছর + `১/৩` বছর = `৪ ১/৩` বছর
    
      উত্তর: `৪ ১/৩` বছর।
    
     
     খ. এখানে, ‘ক’ হতে পাই, সময় n `= ৪ ১/৩` বছর
    
        মুনাফার হার r = `১০% = (১০)/(১০০) = ১/(১০)`
    
        আসল = ৩০০০ টাকা
    
        আমরা জানি,
    
        মুনাফা, I = prn
    
            = `৩০০ xx ১/(১০) xx (১৩)/৩` টাকা
    
            = ১৩০০ টাকা
    
        :. প্রথম বিনিয়োগ থেকে মুনাফা পান ১৩০০ টাকা।
    
        উত্তর: ১৩০০ টাকা
    
     
      গ. ১ম বিনিয়োগের ক্ষেত্রে,
    
         মূলধন p = ৩০০০ টাকা
    
         মুনাফার হার r = ১০% =` (১০)/(১০০) = ১/(১০)`
    
         সময় n = ৫ বছর
    
         মুনাফা, I = prn
    
         =` ৩০০ xx ১/(১০) xx ৫` টাকা
    
         = ১৫০০ টাকা
    
       :. ১ম বিনিয়োগের ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা।
    
         ২য় বিনিয়োগের ক্ষেত্রে,
    
         মূলধন p = ২০০০ টাকা
    
         মুনাফা I = ১৫০০ টাকা
    
        মুনাফার হার r = ৮% = `৮/(১০০)`
    
        মনে করি সময় বছর
    
        আমরা জানি, I = prn
    
          বা, n = `I/(pr)`
    
          = `(১৫০০)/(২০০০ xx ৮/(১০০))` বছর
    
          = `(১৫০০)/(১৬০) `বছর
    
         উত্তর: `৯ ৩/৮`।






    1. Report
  4. Question:কোনো আসল ৮ বছরে মুনাফা-আসলে ৯০০ টাকা হয় এবং মুনাফা আসলের `২/৭` অংশ। ক. মুনাফার হার ও সরল মুনাফা কাকে বলে? খ. আসল ও মুনাফার হার নির্ণয় কর। গ. উক্ত হার মুনাফার কত বছরে ১০০০০ টাকার মুনাফা ৫০০০ টাকা হবে? 

    Answer
    ক. মুনাফার হার: কোনো নিদিষ্ট টাকার উপর কোনো নিদিষ্ট সময়ের জন্য যে মুনাফা হয় তাকে মুনাফার হার বলা হয়। সাধারণত ১০০ টাকার ১ বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়।
    
     সরল মুনাফা: প্রতি বছরে শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয়, তাকে সরল মুনাফা বোঝায়।
    
     
     খ. আমরা জানি, আসল + মুনাফা = মুনাফা - আসল
    
       বা, আসল + আসলের `২/৭` = ৯০০ টাকা
    
       বা, `(১ + ২/৭)` আসল = ৯০০ টাকা
    
       বা, `৯/৭` আসল = ৯০০ টাকা
    
       বা, আসল = `(৯০০ xx ৭)/৯` টাকা
    
       :. আসল = ৭০০ টাকা
    
       অতএব, মুনাফা = মুনাফা - আসল - আসল
    
        = (৯০০ - ৭০০) টাকা
    
        = ২০০ টাকা
    
        আবার, আমরা জানি, I = prn
    
         বা, r = `I/(pn)`
    
         অর্থাৎ মুনাফার হার = মুনাফা/আসল `xx` সময়
    
         = `(২০০)/(৭০০ xx ৮)`
    
         = `(২০০ xx ১০০)/(৭০০ xx ৮) %`
    
         = `(২৫)/৭ %` 
    
         = `৩ ৪/৭ %`
    
      :. নির্ণেয় আসল ৭০০ টাকা এবং মুনাফার হার `৩ ৪/৭%।`
    
       উত্তর: ৭০০ টাকা ও `৩ ৪/৭%`






    1. Report
  5. Question:কোনো নিদিষ্ট সময়ের মুনাফা-আসল ৫৬০০ টাকা এবং মুনাফা, আসলের `২/৫` অংশ। বার্ষিক মুনাফা শতকরা ৮ টাকা। ক. ৫৬০০ টাকার `২/৫` অংশ = কত টাকা? খ. মুনাফা নির্ণয় কর। গ. সময় নির্ণয় কর। 

    Answer
    ক. ৫৬০০ টাকার `২/৫` অংশ 
    
       = `(৫৬০০ xx ২/৫)` টাকা
    
       = ২২৪০ টাকা
    
        উত্তর: ২২৪০ টাকা
    
     খ. আমরা জানি, আসল + মুনাফা = মুনাফা-আসল
    
         বা, আসল + আসলের `২/৫` = ৫৬০০ টাকা
    
         বা, `(১ + ২/৫)` আসল = ৫৬০০ টাকা
    
         বা, `৭/৮` আসল = ৫৬০০ টাকা
    
         বা, আসল = `(৫৬০০ xx ৫)/৭` টাকা
    
         :. আসল = ৪০০০ টাকা
    
         মুনাফা = মুনাফা-আসল-আসল
    
                 = (৫৬০০ - ৪০০০) টাকা
    
                 = ১৬০০ টাকা
    
       উত্তর: ১৬০০ টাকা।
    
     
       গ. ‘খ’ হতে পাই,
    
           আসল = ৪০০০ টাকা
    
           মুনাফা, = ১৬০০ টাকা
    
           আমরা জানি, I = prn
    
           বা, n =` I/(pr)`
    
          অর্থাৎ সময় = মুনাফা = মুনাফা/আসল `xx` মুনাফার হর
    
          = `(১৬০০)/(৪০০০ xx ৮%)` বছর
    
          = `(১৬০০)/(৪০০০ xx ৮/(১০০))` বছর
    
          = `(১৬০০)/(৪০ xx ৮)` বছর
    
          = ৫ বছর
    
       উত্তর: ৫ বছর।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd