1. Question:কোনো আসলে ৮ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হয়। ক. মুনাফার হার কত? খ. কত বছরে উক্ত আসল, মুনাফা-আসলে তিনগুণ হবে? গ. একই হার মুনাফায় কত টাকা ৮ বছরে মুনাফা-আসলে ৪২২৫ টাকা হবে? 

    Answer
    ক. মনে করি, আসল p টাকা
    
       :. ৮ বছরের মুনাফা-আসল A = ২p টাকা
    
       :. ৮ বছরের মুনাফা I = (২p - p) টাকা = p টাকা
    
        সময় n = ৮ বছর
    
       মুনাফার হার r = ?
    
       আমরা জানি, I = prn
    
          বা, r = `I/(pn)`
    
       অর্থাৎ মুনাফার হার = মুনাফা/আসল `xx` সময়
    
      :. মুনাফার হার = `p/(p xx ৮) = ১/৮`
    
                      = `১/৮ xx ১০০ xx ১/(১০০)`
    
                      = `(২৫)/২ xx ১/(১০০)` 
    
                      = `১২ ১/২%`
    
        :. মুনাফার হার `১২ ১/২%`
    
        উত্তর: `১২ ১/২%`
    
      
      খ. এখানে আসল p টাকা
    
          মুনাফা-আসল A = ৩p টাকা
    
          মুনাফা I = (৩p - p) টাকা = ২p টাকা
    
          সময় n = ?
    
         :. মুনাফার হার r = `১২ ১/২%`  [‘ক’ হতে প্রাপ্ত]
    
                         = `(২৫)/২% = (২৫)/২ xx ১/(১০০)`
    
         আমরা জানি, I = prn
    
                    :. n = `I/(pr)`
    
           অর্থাৎ সময় = মুনাফা/আসল `xx` মুনাফার হার
    
                       =` (২p)/( p xx (২৫)/২ xx ১/(১০০))`
    
                       = `২/((২৫)/(২ xx ১০০))`
    
                       =` ২/(১/(২ xx ৪))`
    
                       =` ২ xx ৮/১`
    
                       = ১৬
    
          :. ১৬ বছরে উক্ত আসল, মুনাফা-আসলে তিনগুণ হবে।
    
         উত্তর: ১৬ বছর।
    
    
      গ. মনে করি, আসল টাকা
    
          এখানে, মুনাফার হার r = `(২৫)/২% = (২৫)/২ xx ১/(১০০)`
    
          মুনাফা-আসল = ৪২২৫ টাকা
    
        :. মুনাফা I = (৪২২৫ - p ) টাকা
    
          সময় n = ৮ বছর 
    
          আমরা জানি, I = prn
    
              বা, p = `1/(rn)`
    
              বা, p =` (৪২২৫ - p)/((২৫)/২ xx ১/(১০০) xx ৮)`
    
              বা, p = ৪২২৫  - p
    
              বা, ২p = ৪২২৫
    
              বা,  p =` (৪২২৫)/২`
    
               :. p = ২১১২.৫
    
        :. ২১১২.৫ টাকা ৮ বছরের মুনাফা-আসলে ৪২২৫ টাকা হবে।
    
          উত্তর: ২১১২.৫ টাকা।






    1. Report
  2. Question:বার্ষিক শতকরা মুনাফার হার ১২.৫০ টাকা। এক ব্যক্তি ৬০০০ টাকা ৮ বছরে জন্য ব্যাংকে গচ্ছিত রাখল। ৮ বছর পর আসল তুলে নিল এবং মুনাফা ব্যাংকে জমা রাখল। ক. ১০০ টাকার ৮ বছরের মুনাফা কত? খ. দেখাও যে ৮ বছর পর ঐ ব্যক্তির মুনাফার পরিমাণ আসলের সমান। গ. প্রাপ্ত মুনাফা `৫ ১/৪%` হারে ব্যাংকে রাখলে ৪ বছর পর মুনাফা-আসলে কত টাকা হবে? 

    Answer
    ক. ১০০ টাকার ১ বছরের মুনাফা ১২.৫০ টাকা
    
      :. ১০০ টাকার ৮ বছরের মুনাফা
    
       `(১২.৫০ xx ৮)` টাকা
    
         = ১০০ টাকা
    
        উত্তর: ১০০ টাকা
    
     খ. দেওয়া আছে, মুনাফার হার 
    
       = ১২.৫০%
    
       = `(১২.৫০)/(১০০)`
    
       আসল, p = ৬০০০ টাকা
    
       সময় n = ৮ বছর
    
       মুনাফা I = ?
    
       আমরা জানি, I = prn
    
       অর্থাৎ
    
       মুনাফা = আসল `xx` মুনাফার হার `xx` সময়
    
       = `৬০০০ xx (১২.৫০)/(১০০) xx ৮` টাকা
    
       = ৬০০০ টাকা
    
      :. মুনাফার পরিমাণ ৬০০০ টাকা
    
      :. আসল = মুনাফা
    
        
      গ. দেওয়া আছে, মুনাফার হার =` ৫ ১/৪%` বা, `(২১)/৪%`
    
                                     = `(২১)/(৪ xx ১০০)`
    
         এখানে আসল p = ৬০০০ টাকা
    
         সময় n = ৪ বছর
    
         মুনাফা I = ?
    
         আমরা জানি, I = prn
    
         অর্থাৎ মুনাফা = আসল `xx` মুনাফার হার `xx` সময়
    
         =` ৬০০০ xx (২১)/(৪ xx ১০০) xx ৪` টাকা
    
         = ১২৬০ টাকা
    
        :. মুনাফা-আসল = (১২৬০ + ৬০০০) টাকা
    
         = ৭২৬০ টাকা
    
         উত্তর: ৭২৬০ টাকা






    1. Report
  3. Question:লায়লা বেগম ৩০০০ টাকা ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। কিন্তু বার্ষিক মুনাফা শতকরা ১০ টাকা থেকে কমে ৮ টাকা হলো। ক. তিনি পূর্বের হারে কত টাকা মুনাফা পেতেন? খ. তার মুনাফা কত টাকা কমে গেল? গ. তিনি অতিরিক্ত কত টাকা জমা রাখলে ৩ বছরে পূর্বের সমান মুনাফা পাবেন? 

    Answer
    ক. দেওয়া আছে, আসল p টাকা
    
       সময় n = ৩ বছর
    
       পূর্বের মুনাফার হার r =` ১০% = (১০)/(১০০)`
    
       আমরা জানি, I = prn
    
      :. পূর্বের হারে মুনাফা
    
       = আসল `xx` মুনাফার হার `xx` সময়
    
       = `৩০০০ xx (১০)/(১০০) xx ৩` টাকা
    
       = ৯০০ টাকা
    
      :. তিনি পূর্বের হারে ৯০০ টাকা মুনাফা পেতেন।
    
    
     খ. দেওয়া আছে, আসল p = ৩০০০ টাকা
    
         সময় n = ৩ বছর
    
         পরের মুনাফার হার `r_1`= ৮%
    
        :. পরের হারে মুনাফা
    
         = আসল `xx` মুনাফার হার `xx` সময়
    
         = `৩০০০ xx ৮/(১০০) xx ৩` টাকা
    
         = ৭২০ টাকা
    
       ‘ক’ অংশ হতে পাই,
    
         পূর্বের হারের মুনাফা ৯০০ টাকা
    
       :. তার মুনাফা কমে গেল (৯০০ - ৭২০) টাকা
    
                      = ১৮০ টাকা
    
        উত্তর: ১৮০ টাকা
    
    
      গ.মনে করি, তিনি অতিরিক্ত x টাকা জমা রাখলে পূর্বের সমান মুনাফা পাবেন।
    
         :. আসল p = (৩০০০ + x) টাকা
    
          মুনাফা I = ৯০০ টাকা
    
          মুনাফার হার r = ৮% = `৮/(১০০)`
    
          সময় n = ৩ বছর
    
          আমরা জানি, I = prn
    
          অর্থাৎ মুনাফা = আসল `xx` মুনাফার হার `xx` সময়
    
          বা, `৯০০ = (৩০০০ + x) xx ৮/(১০০) xx ৩`
    
          বা, `৯০০ = (২৪ (৩০০০ + x))/(১০০)`
    
          বা, `২৪ (৩০০০ + x) = ৯০০ xx ১০০`
    
          বা, `৩০০০ + x = (৯০০ xx ১০০)/(২৪)`
    
          বা,  ৩০০০ + x = ৩৭৫০
    
          বা, x = ৩৭৫০ - ৩০০০
    
          :. x = ৭৫০
    
        :. অতিরিক্ত ৭৫০ টাকা জমা রাখতে হবে।
    
          উত্তর: ৭৫০ টাকা।






    1. Report
  4. Question:শরিফ সাহেব ৫% মুনাফায় ১০০০০ টাকা ১০ বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। এরপর তিনি অন্য একটি ব্যাংকে বার্ষিক শতকরা ৪ টাকা হার মুনাফায় ৩ বছর ৪ মাসের জন্য কিছু টাকা জমা রাখলেন। ক. ৩ বছর ৪ বছর মাসকে বছরে প্রকাশ কর। খ. প্রথম ব্যাংক থেকে শরীফ সাহেব কত টাকা মুনাফা পাবেন? গ. অন্য ব্যাংকে কত টাকা রাখলে ৩ বছর ৪ মাসে তিনি ঐ সমান মুনাফা পাবেন? 

    Answer
    ক. ৩ বছর ৪ মাস 
    
       = ৩ বছর + `৪/(১২)` বছর
    
       = `(৩ + ১/৩)` বছর
    
       = `(৯ + ১)/৩` বছর
    
       = `(১০)/৩` বছর
    
       উত্তর: `(১০)/৩` বছর।
    
     খ. দেওয়া আছে, মুনাফার হার
    
        r `= ৫% = ৫/(১০)`
    
        আসল p = ১০০০০ টাকা
    
        সময় n = ১০ বছর
    
        মুনাফা I = ?
    
        আমরা জানি,I = prn
    
        অর্থাৎ মুনাফা = আসল `xx` মুনাফার হার `xx` সময়
    
         = `১০০০০ xx ৫/(১০০) xx ১০` টাকা
    
         = ৫০০০ টাকা
    
       উত্তর: ৫০০০ টাকা
    
    
      গ. মনে করি, অন্য ব্যাংকে p টাকা গুচ্ছিত রাখতে হবে।
    
        ৩ বছর ৪ মাস = ৩ বছর + `৪/(১২)` বছর
    
         = `(৩ + ১/৩)` বছর = `(১০)/৩` বছর
    
         মুনাফা, I = ৫০০০ টাকা
    
         মুনাফার হার, r =` ৪% = ৪/(১০০)`
    
         আমরা জানি, I = prn
    
         অর্থাৎ মুনাফা = আসল `xx` মুনাফার হার `xx` সময়
    
          বা, `৫০০০ = p xx ৪/(১০০) xx (১০)/৩`
    
          বা, `৪p = ৫০০০ xx ১০ xx ৩`
    
          বা, p `= (৫০০০ xx ১০ xx ৩)/৪`
    
          :. p = ৩৭, ৫০০
    
          :. ৩৭, ৫০০ টাকা গচ্ছিত রাখতে হবে।
    
         উত্তর: ৩৭, ৫০০ টাকা।






    1. Report
  5. Question:কোনো আসল ৩ বছরে মুনাফা আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলে `৩/৮` অংশ। ক.আসল কত? খ. মুনাফার হার নির্ণয় কর। গ. কত বছরে মুনাফা, আসলের` ১ ১/২` গুণ হবে? 

    Answer
    ক. আমরা জানি,
    
       আসল + মুনাফা = মুনাফা-আসল
    
       অর্থাৎ p + I = A
    
        বা, `p + ৩/৮ p = A`
    
        বা, `(১ + ৩/৮) p = A`
    
        বা, `((৮ + ৩)/৮) xx` আসল = মুনাফা-আসল
    
        বা, `(১১)/৮` আসল = ৫৫০০ টাকা
    
        বা, আসল =` ৫৫০০ xx (১১)/৮` টাকা = ৪০০০ টাকা
    
       উত্তর: আসল ৪০০0 টাকা।
    
     
      খ. ‘ক’ থেকে পাই, আসল p = ৪০০০ টাকা
    
          মুনাফা-আসল, A = ৫৫০০ টাকা
    
         :. মুনাফা, I = (৫৫০০ - ৪০০০) টাকা
    
                      = ১৫০০ টাকা
    
          সময় n = ৩ বছর
    
          আমরা জানি, I = prn
    
          বা, r = `I/(pn)`
    
          অর্থাৎ মুনাফার হার = মুনাফা/আসল `xx` সময়
    
          = `(১৫০০)/(৪০০০০ xx ৩)`
    
          = `১/৮`
    
          = `১/৮ xx ১০০% `
    
          = ১২.৫%
    
          মুনাফার হার = ১২.৫%
    
          উত্তর: ১২.৫%।
    
      গ. ‘ক’ হতে পাই, আসল = ৪০০০ টাকা
    
        :. মুনাফা = আসল `xx ১ ১/২`
    
        = `৪০০০ xx ৩/২` টাকা = ৬০০০ টাকা
    
        ‘খ’ থেকে পাই,
    
        মুনাফার হার = ১২.৫% = `(১২.৫)/(১০০)`
    
        মনে করি প্রয়োজনীয় সময় n বছর
    
        আমরা জানি, I = prn
    
        বা, n = `I/(pr)`
    
        অর্থা সময় = মুনাফা/আসল `xx` মুনাফার হার
    
        = `(৬০০০)/(৪০০০ xx (১২.৫)/(১০০))` বছর
    
        = `(৬০০০)/(৪০ xx ১২.৫)` বছর
    
        = ১২
    
          উত্তর: ১২ বছর।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd