1. Question:`(i) 1+2+3+4+...` `(ii) 2+4+6+8+...` `(iii) (1+2+3+4+.....+n)/(2+3+4+5+.........+(n+1)) = s_3` ক. (i) ও (ii) ধারার সাধারন পদ বের কর । খ. (i) ও (ii) নং ধারার প্রথম n- সংখ্যক পদের সমষ্টি যথাক্রমে, `s_1` ও `s_2` হলে দেখাও যে, `s_2=2s_1` গ.`s_3` 

    Answer
    (i) নং ধারারা প্রথম পদ  `a=1`, সাধারণ অন্তর  `d=1`
    
     `:.`  n-তম পদ `=a+(n-1)d`
    
     `=1+(n-1)1`
    
     `=1+n-1`
    
     `=n`
    
     (ii) নং ধারার প্রথম পদ  `a=2` সাধারণ অন্তর `d=2`
    
     `:.`  n-তম পদ `=a+(n-1)d`
      
     `=2+(n-1)2`
      
    `=2+2n-2`






    1. Report
  2. Question:একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 আয়তক্ষেত্রটির পরিসীমা 42মিটার । ক. উপরের তথ্যকে সমীকরণ আকারে লিখ । খ. আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর । গ. একটি ত্রিভুজের পরিসীমার সমান ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য ক্রমিক জোড় সংখ্যা হলে বাহুগুলোর দৈর্ঘ্য বের কর । 

    Answer
    ক. দেওয়া আছে,  আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত = 4:3
        মনে করি,  আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 4x মিটার ও প্রস্থ 3x মিটার
        আয়তক্ষেত্রটির পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ) একক
                                 =2(4x+3x) মিটার
    
      প্রশ্নানুসারে, `2(4x+3)= 42`............(i)
    
    
     খ.  ’ক’ অংশ হতে পাই,
          `2(4x+3)= 42`
            
            বা, `4x+3x=42/2`
               
            বা, `7x=21`
                  
            বা, `x= 21/3`
                        
             `:.  x= 3`
          
            `:.` আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = 4x মিটার   
                                         
              =`(4xx3)`মিটার = 12 মিটার  
             
              এবং আয়তক্ষেত্রটির প্রস্থ = 3x মিটার  
                                      
              =`(3xx3)` মিটার = 9 মিটার  
       
         Ans. আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 12মিটার ও প্রস্থ 9  মিটার ।
    
    
      গ. দেওয়া আছে, আয়তক্ষেত্রের পরিসীমা = 42 মিটার 
             
         প্রশ্নানুসারে,    ত্রিভুজের পরিসীমা = 42 মিটার 
    
       ধরি, ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে x , (x+2) ও (x+4) মিটার
                 
        `:. x+(x+2)+(x+4)= 42`
                
          বা, `x+x+2+x+4= 42`
                
          বা, `3x+6= 42`
                
          বা, `3x= 42-6`
               
          বা,`3x=36` 
               
          বা, `x= 36/3`
                   
           `:.  x = 12`
             
         `:.` ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে  12.(12+2) বা, 14 
                        
           এবং  (12+4) বা, 16
    
        Ans. 12 মিটার,14 মিটার,16 মিটার.






    1. Report
  3. Question:x-2y+1=0 2x+y-3=0 একটি সমীকরণজোট । ক. সমীকরণজোটটিকে `a_1x+b_1y+c_1`=0 `a_2x+b_2y+c_2`=0} জোটের সাথে তুলনা করে `a_1`,`a_2`, `b_1`,`b_2`,=0 এর মান বের করতে হবে । খ. সমীকরণজোটটি সাম্নজ্যস কিনা তা যাচাই কর । পরস্পর নির্ভরশীলতা যাচাই করে সমীকরণজোটের সমাধান সংখ্যা নির্ণয় কর । গ. সমীকরণজোটটি সমাধান কর । 

    Answer
    ক, খ. শ্রেনির কাজ অংশের সমাধান দ্রষ্টব্য ।
     
      গ.  খ,  এর (i) হতে x=1+2y................(v)
    
      (ii) ও  (v) হতে 2(-1+2y)+y-3=0
    
      বা,  -2+4y+y-3=0
    
      বা, 5y=5
         
       :. y=1
      
      y এর মান (v) নং এ বসিয়ে পাই, 
        
      x=1+2.1=1
    
      নির্ণেয় সমাধান : (x,y)=(1,1) Ans






    1. Report
  4. Question:মামুন একটি পরীক্ষাতে অংশগ্রহন করল । পরীক্ষার প্রশ্নপত্রে মোট 35 টি প্রশ্ন আছে যার পূর্ণমান 100 এবং পরীক্ষার সময় 2 ঘন্টা । প্রশ্নপত্রটি রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নের সমন্বয়ে গঠিত । রচনামূলক প্রশ্নের মান এবং বহুনির্বাচনি প্রশ্নের মান 2 । ক. উপরের তথ্যকে বীজগাণিতিক সমীকরণে প্রকাশ কর । খ. রচনামূলক ও বহুনির্বাচনি সংখ্যা বের কর । গ. মামুন 1 টি রচনামূলক প্রশ্নের উত্তর দিতে 1 টি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর করার সময়ের`7/2` গুণ সময় নেয় । সে 15 মিনিট আগে পরীক্ষা শেষ করে । 1 টি রচনামূলক প্রশ্নের উত্তর দিতে সে কত সময় নেয় ? 

    Answer
    ক. মনে করি,  রচনামূলক প্রশ্নের সংখ্যা x
                 
     `:.` বহুনির্বাচনি প্রশ্নের সংখ্যা `(35-x)`
        
      প্রশ্নানুসারে, `5x+(35-x)2= 100`.........(i)
    
    
      খ. ‘ক’ অংশ হতে পায়,
                       
       `5x+(35-x)2= 100`
                        
        বা, `5x+70-2x= 100`
                        
         বা,  `3x=100-70`
                        
         বা,  `3x=30`
                        
         বা,  `x= 30/3`
                              
         `:. x= 10`
                   
         `:.`রচনামূলক প্রশ্নের সংখ্যা 10 টি
                     
          এবং বহুনির্বাচনি প্রশ্নের সংখ্যা (35-10) টি বা,  25 টি
            
          Ans.10 টি, 25 টি ।
    
    
        গ. ‘খ‘ অংশ হতে পাই, 
                  রচনামূলক প্রশ্নের সংখ্যা 10 টি
                  এবং বহুনির্বাচনি প্রশ্নের সংখ্যা 25 টি
     মনে করি , 1 টি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে সময় লাগে x মিনিট
      `:.`      1 টি রচনামূলক প্রশ্নের উত্তর দিতে সময় লাগে `(7x)/2` মিনিট
          আবার পরীক্ষার সময় = 2 ঘন্টা  বা, `(2xx60)` বা, 120 মিনিট
         প্রশ্নানুসারে,  `10xx(7x)/2+25x= 120-15`
                      বা, `35x+25x= 105`
                      বা,  `60x= 105`
                      বা,  `x= 105/60`
                         `:.  x= 7/4`
        `:.`   1 টি রচনামূলক প্রশ্নের উত্তর দিতে মামুনের প্রয়োজনীয় সময় = `7/2 x`মিনিট
                                                                                 =`7/2xx7/4`মিনিট
                                                                                 = `6.125` মিনিট   (Ans.)






    1. Report
  5. Question:দুইটি চলকের প্রথমটির 3 গুণ থেকে দ্বিতীয়টির 5 গুণের বিয়োগফল 7 এর সমান এবং প্রথমটির 6 গুণ থেকে দ্বিতীয়টির 10 গুণের বিয়োগফল 15 এর সমান বীজগণিতিক সমীকরণ গঠন করে । ক. চলক দুইটি যথাক্রমে x ও y হলে বীজগাণিতিক সমীকরণজোট গঠন কর । খ. সমীকরণজোটটি সামন্জ্যস কিনা ব্যাখ্যা কর । গ. সমীকরণজোটের সমাধানের সংখ্যা নির্দেশ কর । 

    Answer
    ক. মনে করি ,প্রথম চলক x এবং দ্বিতীয় চলক y
      
       :. ১ম সমীকরণ, 3x-5y=7
       
       এবং ২য় সমীকরণ, 6x-10y=15
     
       :. প্রাপ্ত সমীকরণজোট, 
       
       {3x-5y=7
          
        6x-10y=15
    
      খ. প্রাপ্ত সমীকরণজোট,
       
         3x-5y=7
     
         6x-10y=15
         
        x এর সহগদ্ধয়ের অনুপাত  `3/6`বা, `1/2`
    
        y ;  ;   ; ; ; ; ;  `(-5)/(-10)` বা, `1/2`
    
        এবং ধ্রবক পদদ্ধয়ের অনুপাত, `7/15`
    
        :.`3/6`=`(-5)/(-10)!=7/15 `
        
        :. সমীকরণজোটটি অসামন্জস্য । Ans






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd