1. Question:৮.> 1 ঘন সে.মি. কাঠের ওজন 7 ডেসিগ্রাম। কাঠের ওজন সমআয়তন পানির ওজনের শতকরা কত ভাগ? অনুশীলনী-১১.২ 

    Answer
    1 ঘন সে .মি. কাঠের ওজন 7 ডেসিগ্রাম
    
      আমরা জানি,
    
      1 ঘন সে.মি. পানির ওজন = 1গ্রাম = 10 ডেসিগ্রাম
    
      7 ডেসিগ্রাম 10 ডেসিগ্রাম এর শতকরা ` 7/(10) xx 100` ভাগ = 70 ভাগ 
    
       70% (Ans)






    1. Report
  2. Question:৯.> ক, খ, গ, ঘ এর মধ্যে টাকা এমনভাবে ভাগ করে দাও যেন, ক এর অংশ : খ এর অংশ = খ এর অংশ গ এর অংশ এবং গ এর অংশ : ঘ এর অংশ হয়। 

    Answer
    দেওয় আছে, 
    
      ক : খ = 2 : 3
    
      খ : গ = 1 : 2 = `(1 xx 3) : (2 xx 3)` = 3 : 6 
    
                          [অনুপাতের উভয় রাশিকে 3 দ্বারা গুণ করে]
    
      গ : ঘ = 3 : 2 =` (3 xx 2) : (2 xx 2) = 6 : 4`
    
                          [অনুপাতের উভয় রাশিকে 2 দ্বারা গুণ করে]
    
      : ক : খ : গ : ঘ = 2 : 3 : 6 : 4
    
       মনে করি ক পায় 2x টাকা
    
        খ পায় 3x টাকা
    
        গ পায় 6x টাকা
    
        এবং ঘ পায় 4x টাকা
    
      প্রশ্নমতে, 2x + 3x + 6x + 4x = 300
    
        বা, 15x = 300
    
        বা,` x = (300)/(15)`
    
        :. x = 20
    
       :. ক পায় 2x টাকা = `(2 xx 20)` টাকা = 40 টাকা
    
       খ পায় 3x টাকা = `(3 xx 20)` টাকা = 60 টাকা
    
       গ পায় 6x টাকা =` (60 xx 20)` টাকা = 120 টাকা
    
      এবং ঘ পায় 4x টাকা =` (4 xx 20)` টাকা = 80 টাকা
    
      Ans: ক. 40 টাকা খ. 60 টাকা গ. 120 টাকা এবং ঘ .  80 টাকা পায়।






    1. Report
  3. Question:১০.> তিন জেলে 690 টি মাছ ধরেছে। তাদের অংশের অনুপাত `2/3, 4/5, `এবং `5/6` হলে কে কয়টি মাছ পেল? 

    Answer
    দেওয়া আছে, তিনজনের অংশের 
    
     অনুপাত = `2/3 : 4/5 : 5/6`
    
     ধরি ১ম জেলে মাছ পায় `(2x)/3` টি
    
     :. ২য় জেলে ,,     ,,   `(4x)/5` টি
    
     :. ৩য় জেলে ,,   ,,     `(5x)/6 `টি
    
      প্রশ্নমতে, `(2x)/3 + (4x)/5 + (5x)/6 = 90`
    
      বা,` (20x + 24x + 25x)/(30) = 690`
    
      বা,` (69x)/(30) = 690` 
    
      বা, 69x = `690 xx 30`
    
      বা, `x = (690 xx 30)/(69)`
    
      :. x = 300
    
      :. ১ম জেলে পায় =` (2x)/3` টি =` (2 xx 300)/3` টি = 200 টি
    
       ২য় জেলে পায় `= (4x)/5` টি =` (4 xx 300)/5` টি = 240 টি
    
       ৩য় জেলে পায় `= (5x)/6` টি =` (5 xx 300)/6` টি = 250 টি
    
      Ans. ১ম জেলে 200টি ২য় জেলেে 240টি এবং ৩য় জেলে 250টি মাছ পায়।






    1. Report
  4. Question:১২.> একটি ত্রিভুজের পরিসীমা 45 সে.মি। বাহগুলোর দৈর্ঘের অনুপাত 3 : 5 : 7 হলে, প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় কর। 

    Answer
    দেওয়া আছে, ত্রিভুজটির পরিসীমা = 45 সে.মি
    
      বাহগুলোর দৈর্ঘের অনুপাত = 3 : 5 : 7
    
      ধরি ১ম বাহুর দৈর্ঘ = 3x সে.মি
    
      :. ২য় বাহুর দৈর্ঘ = 5x সে.মি
    
      ৩য় বাহুর দৈর্ঘ = 7x সে.মি
    
      প্রশ্নমতে, 3x + 5x + 7x = 45
    
       বা, 15x = 45
    
       বা, x` = (45)/(15)`
    
      :. ১ম বাহুর দৈর্ঘ `= 3 xx 3` সে.মি = 9 সে.মি
    
       ২য় বাহুর দৈর্ঘ `= 5 xx 3` সে.মি = 15 সে.মি
    
       ৩য় বাহুর দৈর্ঘ = `7 xx 3` সে.মি = 21 সে.মি
    
       Ans. ১ম বাহু, ২য় বাহু, ৩য় বাহুর দৈর্ঘ যথাক্রমে 9 সে. মি
    
             15 সে.মি 21 সে.মি।






    1. Report
  5. Question:১২.> 1011 টাকাকে `3/4 : 4/5 : 6/7` অনুপাতে বিভক্ত কর। 

    Answer
    প্রদত্ত অনুপাত `3/4 : 4/5 : 6/7`
    
      ধরি ১ম অংশ `= 3/4` x টাকা
    
      :. ২য় অংশ `4/5` x টাকা
    
       এবং ৩য় অংশ `6/7` x টাকা
    
       প্রশ্নমতে,`3/4 x + 4/5 x + 6/7 x = 1011`
    
        বা,` (3x)/4 + (4x)/5 + (6x)/7 = 1011`
    
        বা,` (105x + 112x + 120x)/(140)`
    
        বা,` (337x)/(140) = 1011`
    
        বা,` 337x = 1011 xx 140`
    
        বা,`x = (1011 xx 140)/(337)`
    
         :. x = 420
    
       ১ম অংশ `= 3/4 xx 420` টাকা = 315 টাকা
    
       ২য় অংশ `= 4/5 xx 420` টাকা = 336 টাকা
    
       ৩য় অংশ `= 6/7 xx 420` টাকা = 360 টাকা
    
      Ans. তিনভাগে টাকার পরিমাণ যথাক্রমে 315 টাকা, 336 টাকা
    
      360  টাকা।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd