1. Question:১৩.> দুইটি সংখ্যার অনুপাত 5 : 7 এবং তাদের গ.সা.গু 4 হলে সংখ্যা দুইটির ল.সা.গু কত? 

    Answer
    দুইটি সংখ্যার অনুপাত 5 : 7
    
     এবং তাদের গ.সা.গু = 4
    
      ধরি, ১ম সংখ্যাটি = 5x 
    
      :. ২য় সংখ্যাটি = 7x
    
      :. সংখ্যা দুইটির গ.সা.গু = x
    
      এবং ল.সা.গু` = 5 xx 7 xx x = 35x`
    
      প্রশ্নমতে, x = 4
    
      :. সংখ্যা দুইটির ল.সা.গু `= 35 xx 4 = 140`
    
       Ans. 140






    1. Report
  2. Question:১৪.> ক্রিকেট খেলায় সাকিব, মুশফিকুর ও মাশরাফি 171 রান করলো। সাকিব ও মুশফিকুরের এবং মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত3 : 2 হলে কে কত রান করেছে? 

    Answer
    সাকিবের রান : মুশফিকের রান
    
      = 3 : 2
    
      =` (3 xx 3) : (2 xx 3)`
    
               [অনুপাতের উভয় রাশিকে 3 দ্বারা গুণ করে]
    
       = 9 : 6
    
      মুশফিকের রান : মাশরাফির রান = 3 : 2
    
                               [অনুপাতের উভয় রাশিকে 2 দ্বারা গুণ করে]
    
      :. সাকিবের রান : মুশফিকের রান : মাশরাফির রান = 9 : 6 : 4
    
       মনে করি, সাকিবের রানের সংখ্যা = 9x
    
       :. মুশফিকের রানের সংখ্যা = 6x
    
       এবং মাশরাফির রানের সংখ্যা = 4x 
    
       প্রশ্নমতে, 9x + 6x + 4x = 171
    
       বা, 19x = 171
    
       বা,` x = (171)/(19)`
    
       :. x = 9
    
       সাকিবে রানের সংখ্যা = 9x =` (9 xx 9) = 81`
    
       মুশফিকের রানের সংখ্যা = 6x =` (6 xx 9) = 54`
    
      এবং মাশরাফির রানের সংখ্যা = 4x =` (4 xx 9) = 36`
    
     Ans. সাকিব 81 রান, মুশফিকুর 54 রান, মাশরাফি 36 রান করেছে।






    1. Report
  3. Question:১৫.> একটি অফিসে 2 জন কর্মকর্তা 7 জন করণিক এবং 3 জন পিওন আছে। একজন পিওন 1 টাকা পেলে একজন করণিক পায় 2 টাকা একজন কর্মকর্তা পায় 4 টাকা। তাদের সকলের মোট বেতন 150,000 হলে, কে কত বেতন পায়? অনুশীলনী-১১.২ 

    Answer
    একজন পিওন 1 টাকা পেলে একজন করণিক 2 পায় টাকা
    
      এবং একজন কর্মকর্তা পায় 4 টাকা।
    
      :. কর্মকর্তা করণিক এবং পিওন এর বেতনের অনুপাত = 4 : 2 : 1
    
       ধরি, একজন কর্মকর্তার বেতন = 4x টাকা
    
       :. একজন করণিকের বেতন 2x টাকা
    
        এবং একজন পিওনের বেতন = x টাকা।
    
       প্রশ্নমতে, `4x xx 2 + 2x xx 7 + x xx 3` = 150000 
    
        বা, 8x + 14x + 3x = 150000
    
        বা, 25x = 150000
    
        বা, x` = (150000)/(25)`
    
         :. x = 6000
    
        :. একজন পিওন পায় `(1 xx 6000) `বা,  6000 টাকা
    
         একজন করণিক পায় `(6000 xx 2)`বা,  12000 টাকা
    
         একজন কর্মকর্তা পায় `(6000 xx 4)` টাকা বা 24,000 টাকা
    
        Ans, কর্মকর্তা 24,000 টাকা, করণিক 12,000 টাকা এবং পিওন 6.000 টাকা বেতন পায়।






    1. Report
  4. Question:১৬.> একটি সমিতির নেতা নির্বাচনে দুইজন প্রতিদ্বন্দীর মধ্যে ডোনাল্ড সাহেব 4 : 3 ভোটে জয়লাভ করলেন। যদি মোট সদ্যস্য সংখ্যা 581 সাহেবের প্রতিদ্বন্দী কত ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন? অনুশীলনী - ১১.২ 

    Answer
    ভোট দেয়  (581 - 91) জন সদস্য।
    
        মনে করি ডোনাল্ড সাহেব পায় 4x ভোট
    
        :. তার প্রতিদ্বন্দ্বী পায় 3x ভোট।
    
        প্রশ্নমতে, 4x + 3x = 490
    
            বা, 7x = 490
    
            বা, `x = (490)/7`
    
              :. x = 70
    
        :. ড্রোলাল্ড সাহেবের প্রাপ্ত ভোট সংখ্যা = 4x = `(4 xx 70)` = 280
    
           প্রতিদ্বন্দ্বী প্রাথীর প্রাপ্ত ভোট সংখ্যা = 3x = `3 xx 70` = 210 ।
    
         :. ড্রোনাল্ড সাহেব বেশি পায় ভোট।
    
          প্রতিদ্বন্দ্বী প্রার্থী 70 ভোটে পরাজিত হলো।
    
          Ans. 70






    1. Report
  5. Question:১৭.> যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? 

    Answer
    ধরি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a একক।
    
     :. বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বর্গ `a^2` একক।
    
      20% বৃদ্ধি পেলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হয়
    
      (a + a এর 20%) একক।
    
       = `(a + (20a)/(100))` একক।
    
       = `(a + a/5) `একক।
    
       = `(5a + a)` একক।
    
       = `(6a)/5`
    
       এক্ষেত্রে, বৃদ্ধিপ্রাপ্ত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল `((6a)/5)^2` বর্গ একক
    
                                    = `(36a)^2/(25)` বর্গ একক
    
       :. ক্ষেত্রফল বৃদ্ধি পায় `((36a^2)/(25) - a^2)` বর্গ একক
    
                            =` ((36a^2 - 25a^2)/25)` বর্গ একক
    
                            =` (11a^2)/(25)` বর্গ একক
    
       :. শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি  = `text(মোট বৃদ্ধি) /text(মূল ক্ষেত্রফল) xx 100`
    
                        =` ((11a^2)/(25))/a^2 xx 100`
    
                        =` (11a^2)/a^2 xx 1/a^2 xx 100` 
    
                        = 44






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd