1. Question:১.> এসএসসি পরীক্ষার বিদায়ী অনুষ্ঠানে নবম শ্রেণীর শিক্ষার্থীরা 3000 টাকা উত্তোলন করল। প্রত্যেকে যতজন ছাত্র আছে তার চেয়ে 10 টাকা বেশি চাঁদা দিল। উক্ত টাকা উপহার এবং ডেকোরেশনে `1 : 1 1/2` অনুপাত ব্যয় হবে। ক. চাঁদা আদায়ের তথ্যটি সমীকরণ আকারে লিখ। খ. উপহার ও ডেকোরেশনের টাকা পৃথক কর। গ. প্রত্যেককে কত করে টাকা দিতে হবে এবং শিক্ষীর্থীরা সংখ্যা নির্ণয় কর। 

    Answer
    ক. মনে করি শিক্ষার্থীর সংখ্যা = x জন
    
        :. প্রত্যেকে চাঁদা দেয় = (x + 10) টাকা
    
         সমীকরণ, x(x + 10) = 3000 (Ans)
    
       খ. উপহার : ডেকোরেশন `= 1 : 1 1/2`
    
                                 =` 1 : 3/2`
    
                                 =` 1 xx 2 : 3/2 xx 2` [2 দ্বারা গুণ করে]
    
                                 = 2 : 3
    
          অনুপাতের যোগফল (2 + 3) = 5
    
         উপহারে ব্যয় হয় = 3000 এর `2/5` = 1200 টাকা
    
         ডেকোরেশনে ব্যয় হয় = 3000 `3/5` = 1800 টাকা
         
         উপহারে ব্যয় হয় = 1200 টাকা
    
         ডেকোরেশনে ব্যয় হয় = 1800 টাকা
    
    
      গ. ‘ক’ হতে প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা = x জন
    
         প্রত্যেকে চাঁদা দেয় = (x + 10) টাকা
    
        সমীকরণ, x(x + 10) = 3000
    
        প্রশ্নমতে, x(x + 10) = 3000
    
        বা,` x^2 + 10x = 3000`
    
        বা,` x^2 + 10x - 3000 = 0`
    
        বা,` x^2 + 60x - 50x - 3000 = 0`
    
        বা, x(x + 60) - 50(x + 60) = 0
    
        বা, (x + 60) (x - 50) = 0
    
       হয় x + 60 = 0     অথবা x - 50 = 0
    
      :. x = -60            :. x = 50
    
       ইহা গ্রহণযোগ্য নয়    
    
      :. শিক্ষার্থীর সংখ্যা 50 জন
    
      এবং প্রত্যেকে চাঁদা দেয় = 50 + 10 = 60 টাকা
    
        Ans. 60 টাকা এবং 50 জন।






    1. Report
  2. Question:একটি আয়তকার জমির দৈর্ঘ্য ও কর্ণের অনুপাত` 1/5 : 1/4` ক. কর্ণসহ জমিটি আঁক এবং প্রদত্ত অনুপাতটিকে a : b আকারে প্রকাশ কর। খ. জমিটির দৈর্ঘ্য প্রস্থ ও কর্ণের অনুপাত বের কর। গ. যদি আয়তকার জমিটির ক্ষেত্রফল 192 বর্গ সে.মি হয় এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। 

    Answer
    ক. Diagram মনে করি ABCD একটি আয়তকার জমি যার কর্ণ AC
    
       দৈর্ঘ্য ও কর্ণের অনুপাত ` = 1/5 : 1/4`
    
           = `1/5 xx 20 : 1/4 xx 20`  [20 দ্বার গুণ করে ]
    
           = 4 : 5 (Ans)
    
     
    
      খ. ‘ক’ থেকে ধরি,
    
        আয়তকার জমিটির দৈর্ঘ্য AB = 4x কর্ণ AC = 5x = BC
    
       ΔABC থেকে,
    
       `AC^2 = AB^2 + BC^2 [:. <B = 90^0`]
    
        বা, `(5x)^2 = (4x)^2 + BC^2`
    
        বা, `25x^2 - 16x^2 = BC^2`
    
        বা, `BC^2 = 9x^2`
    
           :. BC = 3x
    
        :. দৈর্ঘ্য প্রস্থ ও কর্ণের অনুপাত = 4x : 3x : 5x = 4 : 3 : 5  (Ans)
    
       
      গ. ‘খ’ থেকে 
    
          ABCD  আয়তকার জমির ক্ষেত্রফল = `(4x xx 3x) `বর্গ মি.
    
                             =` 12x^2` বর্গ মি.
    
          প্রশ্নমতে,`12x^2 = 192`
    
          বা, `x^2 = 16` [12 দ্বারা ভাগ করে]
    
          `:.`  আয়তকার জমির পরিসীমা = `2(4x + 3x)` মি. = 14x  মি.
    
                                           = `14 xx 4`  মিটার
    
           ধরি, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = a মি
    
         `:.` বর্গক্ষেত্রে পরিসীমা = 4a মি.
    
           প্রশ্নমতে, 4a = 56 : a = 14
    
          `:.` বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =` a^2` বর্গ = `(14)^2` বর্গ মি.
    
             = 196 বর্গ মিটার






    1. Report
  3. Question:৩.> একটি কারখানায় দৈনিক মজুরি প্রতি দক্ষ শ্রমিকের 180 টাকা ও অদক্ষ শ্রমিকের 150 টাকা। মোট শ্রমিক সংখ্যা 250 এবং দৈনিক মোট মজুরী 39600 টাকা। ক. ওপরের তথ্যের আলোকে সমীকরণ গঠন কর। খ. দক্ষ ও অদক্ষ শ্রমিকের দৈনিক মোট মজুরীর অনুপাত নির্ণয় কর। গ. প্রত্যেক অদক্ষ শ্রমিক তার বার্ষিক মজুরীর 5% প্রভিডেন্ট ফান্ডে জমা দেন এবং কারখানার মালিক সমপরিমাণ অর্থ উক্ত ফান্ডে জমা দিলে 20 বছর পর প্রত্যেক অদক্ষ শ্রমিকের ফান্ডে কত টাকা জমা হবে? অনুশীলনী-১১.২ 

    Answer
    ক. মনে করি, দক্ষ শ্রমিক সংখ্যা = x
    
        অদক্ষ শ্রমিক সংখ্যা = y
    
      :. প্রতিজনের 180 টাকা হিসেবে দক্ষ শ্রমিকের দৈনিক মোট মজুরী 
    
         180 টাকা
    
        এবং ,,    150   ,,     ,,    অদক্ষ   ,,     ,,    = 150y টাকা
    
        প্রশ্নমতে, x + y = 250
    
        এবং 180x + 150y = 39600  (Ans.)
    
    
     খ. ‘ক’ থেকে x + y = 250..........(i)
    
        180x + 150y = 3900...........(ii)
    
        (i) নং কে 150 দ্বারা গুণ করে (ii) নং থেকে বিয়োগ করে পাই,
    
        180x + 150y = 39600
    
        150x + 150y = 37500
    
        (-)       (-)         (-)
    ------------------------------
        30x               = 2100
    
       বা,  `x = (2100)/(30)`
    
         :.  x = 70 জন
    
        x এর মান (i) নং বসিয়ে,
    
         70 + y = 250
    
         y = 250 - 70
    
        :. y = 180
    
        দক্ষ শ্রমিকের দৈনিক মজুরী = `(70 xx 180)` টাকা
    
                                    = 1200 টাকা
    
         অদক্ষ ম্রমিকদের দৈনিক মোট মজুরী `= (180 xx 150)` টাকা
    
                                                = 2700 টাকা
    
       :. দক্ষ ও অদক্ষ শ্রমিকদের দৈনিক মোট মজুরী অনুপাত 
    
                                      = 1200 : 2700
    
                                      = 126 : 270
    
                                      = 7 : 15  (Ans)
    
      গ. দেওয়া আছে, 
    
                 প্রতি অদক্ষ শ্রমিকের দৈনিক মজুরী = 150 টাকা
    
                :. প্রতি অদক্ষ শ্রিমিকের  বার্ষিক মজুরী =` (150 xx 365) `টাকা
    
                       [:. 1 বছর = 365 দিন]
    
                         = 54750 টাকা
    
           প্রভিডেন্ড ফান্ডে জমা দেয় = 54750 টাকা এর
    
                     =` (54750 xx 5/(100))`টাকা
    
                      = 2737.5 টাকা
    
           সুতরাং কারখানার মালিক জমা দিল = 2737.5 টাকা
    
           প্রত্যেক অদক্ষ শ্রমিকের প্রভিডেন্ড ফান্ডে
    
           1 বছরে মোট জমা হলো = (2737.5 + 2737.5) টাকা
    
                                     = 5475 টাকা
    
           :. 20 বছর পর প্রত্যেক অদক্ষ শ্রমিকের ফান্ডে
    
           জমা হবে `= 20 xx 5475` টাকা
    
                       = 1,09,500 টাকা  (Ans)






    1. Report
  4. Question:৪.> ধান ও ধান থেকে উৎপন্ন চালের পরিমাণের অনুপাত এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 4 : 3. ক. সমান পরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের কর। খ. এক কুইন্টাল ধান ও এক কুইন্টাল গম থেকে প্রাপ্ত তুস ও ভুসির পরিমাণ বের কর। গ. চাল ও সুজির শতকরা পরিমাণ বের কর। 

    Answer
    ক. ধানের পরিমাণ : চালের পরিমাণ = 3 : 2 = 12 : 8
    
      আবার গমের পরিমাণ : সুজির পরিমাণ = 4 : 3 = 12 : 9
    
      :. নির্ণেয় চাল ও সুজির অনুপাত = 8 : 9
    
    
     খ. ‘ক’ থেকে পাই, চাল ও সুজির অনুপাত 8 : 9
    
       এবং ধান ও গমের অনুপাতের পরিমাণ = 12 : 12
    
      :. তুসের পরিমাণ : ভুসির পরিমাণ = (12 - 8) : (12 - 9)
    
                                          = 4 : 3
    
      :. 1 কুইন্টাল বা 100 কেজি ধানে তুসের পরিমাণ
    
       = 100 কেজি এর `4/(12) = 33.33 `কেজি।
    
       গমে ভুসির পরিমাণ = 100 কেজি এর `3/(12) = 25` কেজি।
    
    
     গ. ‘ক’ থেকে পাই, 
    
         ধানে চাল 2x কেজি থাকলে তুস থাকবে x কেজি।
    
                        [:. ধান : চাল = 3 : 2]
    
       :.ধান ও তুসের মোট পরিমাণ = (3x + x) কেজি = 4x কেজি।
    
        আবার, গমে সুজি 3x কেজি থাকলে ভুসি থাকবে x কেজি
    
                          [:. গম ও সুজি = 4 : 3]
    
       :. গম ও সুজির মোট পরিমাণ = (4x + x) কেজি = 5x কেজি
    
       :. তুসের শতকরা পরিমাণ =` x/(4x) xx 100%` = 25%
    
       আকার ভুসির শতকরা পরিমাণ = `x/(5x) xx 100%` = 20%  (Ans)






    1. Report
  5. Question:৫.> রায়হানা বেগম মূত্যুকালে 24075 টাকা রেখে গেলেন। দাফনকার্যে 675 টাকা ব্যয় হলো। অবশিষ্ট টাকা স্বামী মা ও কন্যাদ্বয়ের মাঝে `1/4 : 1/6 : 2/3` অনুপাতে ভাগ করে দেওয়া হলো। ক. উদ্দীপকে প্রদত্ত অনুপাতকে পূর্ণসংখ্যার অনুপাতে প্রকাশ করা। খ. কন্যাদ্বয়, স্বামী ও মা এর টাকার পরিমাণ কত? গ. রায়হানা বেগমের স্বামী তার প্রাপ্য টাকা তার দুই মেয়ের মাঝে 3 : 2 অনুপাতে ভাগ দিলে, কে কত টাকা পেল? কন্যাদ্বয়ের মোট টাকার অনুপাতে কত? অনুশীলনী-১১.২ 

    Answer
    ক. দেওয়া আছে, স্বামী মা ও কন্যাদ্বয়ের মাঝে ভাগ করে দেওয়া 
    
           টাকার অনুপাত` 1/4 : 1/6 : 2/3` 
    
          অনুপাতগুলোর হরসমূহের ল.সা,গু 12
    
          :. ` 1/4 : 1/6 : 2/3 = (1/4 xx 12) : (1/6 xx 12) : (2/3 xx 12) = 3 : 2 : 8`
    
        Ans. 3 : 2 : 8
    
     খ.  দেওয়া আছে, রায়হানা বেগম মূত্যুকালে 24075 টাকা রেখে যান 
    
          এবং দাফনকার্যে 675 টাকা ব্যয় হয়।
    
         :. অবশিষ্ট টাকার পরিমাণ = (24075 - 675) টাকা
    
                                   = 23400  টাকা
    
          ’ক’ হতে অংশ হতে পাই,
    
          স্বামী মা ও কন্যাদ্বয়ের মাঝে ভাগ করে দেওয়া অবশিষ্ট টাকার 
    
          অনুপাত 3 : 2 : 8
    
          মনে করি, স্বামী মা ও কন্যাদ্বয়ের প্রাপ্ত টাকার পরিমাণ যথাক্রমে 
    
          3x, 2x 8x টাকা।
    
          প্রশ্নানুসারে, 3x + 2x + 8x = 23400
    
          বা, 13x = 23400
    
          বা, x = `(23400)/(13)`
    
          :. x = 1800
    
          :. অবশিষ্ট টাকা হতে,
    
          স্বামূ পায় 3x = `(3 xx 1800)` টাকা = 5400 টাকা
    
          মা পায় 2x =` (2 xx 1800)` টাকা = 3600 টাকা
    
          এবং কন্যাদ্বয় পায় 8x =` (8 xx 1800) `টাকা = 14400 টাকা
    
          :. অবশিষ্ট টাকা হতে কন্যাদ্বয় পায় 14400 টাকা
    
          স্বামী পায় 5400 টাকা এবং মা পায় 3600 টাকা
    
          Ans. 14400 টাকা, 5400 টাকা, 3600 টাকা
    
      গ. ‘খ’ অংশ হতে পাই, 
    
          রায়হানা বেগমের স্বামী পায় 5400 টাকা এবং কন্যাদ্বয় পায় 
    
          14400 টাকা
    
          :. কন্যা পায় টাকা
    
          :. প্রত্যেক কন্যা পায়` = (14400)/2 = 7200` টাকা।
    
          আবার স্বামী তার টাকা কন্যাদ্বয়ের মাঝে 3 : 2 অনুপাতের ভাগ করে গেয়।
    
          মনে করি প্রথম ও দ্বিতীয় কন্যা পায় যথাক্রমে 3x 2x টাকা 
    
          প্রশ্নানুসারে, 3x + 2x = 5400
    
                 বা, 5x = 5400
    
                 বা, x = `(5400)/5`
    
                  :. x = 1080
    
          :. প্রথম কন্যা পায় 3x = `(3 xx 1080)` টাকা = 3240 টাকা
    
           এবং দ্বিতীয় কন্যা পায় 2x = `(2 xx 1080)` টাকা = 2160 টাকা
    
          :. প্রথম কন্যার প্রাপ্ত মোট টাকার পরিমাণ = (7200 + 3240) টাকা 
    
                                                     = 1040 টাকা
    
           এবং দ্বিতীয় কন্যার প্রাপ্ত মোট টাকার পরিমাণ = (7200 + 2160) টাকা 
    
                                                          = 9360 টাকা
    
           :. কন্যাদ্বয়ের প্রাপ্ত মোট টাকার অনুপাত = 10440 : 9360
    
                                                    = 29 : 26
    
              Ans. 3240 টাকা, 2160 টাকা, 29 : 26






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd