1. Question:১১.> একটি অফিসে 2 জন কর্মকর্তা 7 জন করণিক এবং 3 জন পিওন আছে। একজন পিওন 1 টাকা পেলে একজন করণিক পায় 2 টাকা একজন কর্মকর্তা পায় 4 টাকা । তাদের সকলের মোট বেতন 1,50,000 টাকা হলে, ক. সকলের বেতনের অনুপাত নির্ণয় কর। খ. কে কত টাকা পাবে নির্ণয় কর। গ. কর্মকর্তার প্রাপ্য বেতন 1 : 4 অনুপাতে বিভক্ত করে ১ম অংশ নিজের জন্য রেখে বাকি অংশ মা, ভাই ও বোনের মধ্যে 3 : 2 : 1 অনুপাতে বিভক্ত করে দিলে কে কত পাবে? অনুশীলনী-১১.২ 

    Answer
    ক. একজন কর্মকর্তার বেতন : একজন করণিকের বেতন : একজন পিওনের বেতন
    
               = 4 : 2 : 1
    
          :. 2 জন কর্মকর্তার বেতন : 7 জন করণিকের বেতন : 3 জন পিওনের বেতন
    
                                     `= (4 xx 2) : (2 xx 7) : (1 xx 3)`
    
          :. নির্ণেয় অনুপাত = 8 : 14 : 3
    
    
      খ. ‘ক’ থেকে প্রাপ্ত অনুপাত = 8 : 14 : 3
    
         অনুপাতসমূহের যোগফল = 8 + 14 + 3 = 25
    
         সমানুপাতিক ভাগ  =` (150000)/(25) = 6000`টাকা
    
         কর্মকর্তার বেতন  `= (4 xx 6000)` টাকা = 24000  টাকা
    
         করণিকের বেতন` = (2 xx 6000)` টাকা = 12000  টাকা
    
         এবং পিওনের বেতন ` = (1 xx 6000)` টাকা = 6000 টাকা
    
         Ans. কর্মকর্তার বেতন = 24000 টাকা, করণিকের বেতন = 12000 
    
               টাকা এবং পিওনের বেতন 6000 টাকা।
    
      গ. এখানে কর্মকর্তার বেতন = 24000 টাকা  [‘খ’ থেকে]
    
         :. দেওয়া আছে, কর্মকর্তার প্রাপ্য বেতন 1 : 4 অনুপাতে বিভক্ত করা হয়।
    
         :. অনুপাতের যোগফল = 1 + 4
    
                                 = 5
    
         :. নিজের অংশ (24000 এর `1/5`) টাকা = 4800 টাকা
    
         :. বাকি অংশ (24000 এর `4/5`) টাকা = 19200 টাকা 
    
          আবার বাকী অংশ মা ভাই ও বোনের মধ্যে 3 : 2 : 1 অনুপাতের বিভক্ত 
    
             করে দেয়।
    
         :. অনুপাতের যোগফল = 3 + 2 + 1 = 6
    
         :. মা পাবে (19200 এর `3/6`) টাকা = 9600 টাকা
    
           ভাই পাবে (19200 এর `2/6`) টাকা = 6400 টাকা
    
          এবং বোন পাবে (19200 এর `1/6`) টাকা = 3200 টাকা
    
        Ans. মা পাবে 9600 টাকা, ভাই পাবে 6400 টাকা এবং বোন পাবে 3200 টাকা।






    1. Report
  2. Question:১২.> ABCD আয়তক্ষেত্রের দৈর্ঘ্য X মিটার এবং প্রস্থ Y মিটার আয়তক্ষেত্রটির 10% দৈর্ঘ্য বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে--- ক. দৈর্ঘ্য বৃদ্ধি ও প্রস্থ হ্রাসের পরিমাণ কত? খ. আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর। গ. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে? 

    Answer
    ক. দেওয়া আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য X মি. ও প্রস্থ ‍Y মি.
    
        :. ক্ষেত্রফল = XY বর্গ মি.
    
        এখন আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়।
    
        :. দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ (X এর 10%) মি.
    
              = (X এর `(10)/(100)`) মি.= `(10X)/(100)` মি.= `X/(10)` মি.
    
         আয়তক্ষেত্রটির প্রস্থ 10% হ্রাস পায়।
    
        :. প্রস্থ হ্রাসের পরিমাণ (Y এর 10%) মি.
    
               = (Y এর `(10)/(100)`) মি.= `(10Y)/(100)` মি. = `Y/(10)` মি.
    
          Ans. `x/(10)` মিটার `y/(10)` মিটার।
    
      খ. ‘ক’ হতে পাই, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে
    
          দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ `x/(10)` মিটার
    
         :. আয়তক্ষেত্রের দৈর্ঘ্য `= (x + x/(10)`) মিটার `= ((10x + x)/(10))` মিটার






    1. Report
  3. Question:১২.> ABCD আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার প্রস্থ y মিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে-- ক. দৈর্ঘ্য বৃদ্ধি ও প্রস্থ হ্রাসের পরিমাণ কত? খ. আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর। গ.আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে? 

    Answer
    ক. দেওয়া আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মি. ও প্রস্থ y মি.
    
        :. ক্ষেত্রফল = xy বর্গ মি.
    
        এখন আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 10% বৃদ্বি পায়।
    
        :. দৈর্ঘ্য বৃদ্ধি পরিমাণ (x এর 10%) মি.
    
               = (x এর `(10)/(100)`) মি. = `(10x)/(100)` মি. = `x/(10)`
    
           আয়তক্ষেত্রটির প্রস্থ 10% হ্রাস পায়।
    
            :. প্রস্থ হ্রাসের পরিমাণ (y এর 10%) মি.
    
               = (y এর `(10)/(100)`) মি. = `(10y)/(100)` মি, = `y/(10)` মি.
    
            Ans. `x/(10)` মিটার মিটার।
    
     
       খ. ‘ক’ হতে পাই, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে
    
           দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ `x/(10)` মিটার
    
         :. আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য =` (x + x/(10)) `মিটার = `((10x + x)/(10))`মিটার 
    
                                  = `(11x)/(10) `মিটার
    
           প্রস্থ 10% হ্রাস পেলে, প্রস্থ হ্রাসের পরিমাণ `y/(10)` মিটার
    
          :. আয়তক্ষেত্রের প্রস্থ =` (y - y/(10))` মিটার =` ((10y - y)/(10))` মিটার 
    
                                =` (9y)/(10)` মিটার
    
            Ans. `(11x)/(10)` মিটার `(9y)/(10)` মিটার।
    
       গ. ‘খ’ হতে প্রাপ্ত
    
          আয়তক্ষেত্রের দৈর্ঘ্য `(11x)/(10)` মিটার প্রস্থ `(9y)/(10)` মিটার
    
         :. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল `((11x)/(10) xx (9y)/(10))` বর্গ মিটার =` (99xy)/(100)` বর্গ মিটার
    
         :. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পায় `(xy - (99xy)/(100))` বর্গ মিটার
    
                                             =` (xy)/(100)`  বর্গ মিটার
    
         :. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল xy বর্গমিটার হ্রাস পায় `(xy)/(100)` বর্গ মিটার
    
            :.     ,,     ,,       ,,   100    ,,         ,,       `(xy xx 100)/(100 xx xy)` 
    
                                                                   = 1 বর্গ মিটার
    
          আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1% হ্রাস পায়।
    
          Ans. 1% হ্রাস পায়।






    1. Report
  4. Question:১৩.> a, b, c তিনটি ক্রমিক সমানুপাতিক রাশি। ক. a, b, c এর মধ্যে গাণিতিক সম্পর্কটি সমীকরণ দ্বারা প্রকাশ কর। খ. `(a^2 + b^2)/(b^2 + c^2) = (a + b)^2/(b + c)^2` হলে, প্রমাণ কর যে, a, b, c ক্রমিক সমানুপাতিক। গ. তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যার যোগফল 13 এবং গুণফল 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় কর। 

    Answer
    ক. দেওয়া আছে,
    
        a, b, c ক্রমিক সমানুপাতী
    
       :. `a/b = b/c`
    
       বা, `b^2 = ac` ইহাই a, b, c এর গাণিতিক সম্পর্ক।
    
     খ. ‘ক’ হতে পাই,` b^2 = ac`.............(i)
    
       এখন বামপক্ষ` = (a^2 + b^2)/(b^2 + c^2)`
    
              ` = (a^2 + ac)/(ac + c^2)`  [নং থেকে]
    
               `= (a(a + c))/(c(a + c)) = a/c`
    
      ডানপক্ষ
       ` = ((a + b)/(b + c))^2 = (a^2 + 2ab + b^2)/(b^2 + 2bc + c^2)`
    
        `= (a^2 + 2ab + ac)/(ac + 2bc + c^2)` [ (i) নং থেকে]
    
        `= (a(a + 2b + c))/(c(a + 2b + c)) = a/c`
    
         :. `((a + b)/(b + c))^2 = (a^2 + b^2)/(b^2 + c^2)` (প্রমাণিত)
    
    
      গ. ‘ক’ থেকে পাই,
    
        `b^2 = ac`.................(i)
    
         প্রশ্নমতে, a + b + c = 13.................(ii) 
    
         এবং abc = 27.........................(iii)     
    
         ac =` b^2` (iii) সমীকরণ বসিয়ে পাই, 
    
       `b.b^2` = 27
    
        বা,`b^3 = 27`
    
        :. b = 3
    
        b = 3  হলে, (ii) হতে পাই, 
    
        a + c = 13 - b
    
       বা, a + c = 13 - 3
    
       বা, a + c = 10 ..................(iv)
    
       b = 3 এর মান (iii) নং এ পাই, ac =` 27/3`
    
      :. ac = 9 .............(v)
    
      এখন` (a - c)^2 = (a + c)^2 - 4ac`
    
     `= (10)^2 - 4.9` [নং ও নং হতে]
    
      = 100 - 36
    
      = 64
    
       :. a - c = 8
    
       এখন a + c = 10
    
             a - c  = 8
    
       ------------------
         2a      = 18  [যোগ করে]
    
                a = 9 হলে
    
        9 + c = 10  [(iv) নং হতে]
    
        :. c = 1
    
        :. সংখ্যা তিনটি 1, 3 9  (Ans)






    1. Report
  5. Question:১৪.> একটি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস পায়। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে x ও y ক. আয়তক্ষেত্রটির বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য x এর মাধ্যমে প্রকাশ কর। খ. আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হ্রাস পায়? গ. হ্রাসকৃত ক্ষেত্রফলটি শতকরায় প্রকাশ কর। যদি আয়তক্ষেত্রের প্রস্থ 10% হ্রাস না পেয়ে বৃদ্ধি পেত তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেত? 

    Answer
    ক. মনে করি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x একক এবং প্রস্থ y একক 
    
         দৈর্ঘ্য বৃদ্ধি পায় x এর 10% `(x xx (10)/(100))` একক `= x/(10)`একক
    
         :. নতুন দৈর্ঘ্য পরিমাণ `(x + x/(10))` একক `= (11x)/(10)` একক  (Ans)
    
    
      খ. ‘ক’ অংশ হতে পাই, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x একক ও প্রস্থ y একক
    
          :. ক্ষেত্রফল = xy বর্গ একক
    
          এবং বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্যের পরিমাণ =` (11x)/(10)` একক
    
          আবার প্রস্থ হ্রাস পায় y এর 10% =` (y xx (10)/(100))` একক `= y/(10)` একক
    
        :. হ্রাস প্রাপ্ত প্রস্থের পরিমাণ `(y - y/(10))` একক =` (9y)/(10)` একক
    
        :. নতুন ক্ষেত্রফলের পরিমাণ `((11x)/(10) xx (9y)/(10))` বর্গ একক
    
                                     =` (99xy)/(100)` বর্গ একক
    
        :. ক্ষেত্রফল হ্রাস পায় `(xy - (99xy)/(100))` বর্গ একক
    
                               `= ((100xy - 99xy)/(100))` ,,
    
                                `= (xy)/(100)` বর্গ একক
    
    
       গ. ‘খ’ অংশ হতে পাই, ক্ষেত্রফল হ্রাস পায় =` (xy)/(100)` বর্গ একক এবং
    
          পূর্বের ক্ষেত্রফল = xy বর্গ একক।
    
          :. হ্রাসকৃত ক্ষেত্রফলের শতকরা পরিমাণ
    
         = (হ্রাস পাওয়া ক্ষেত্রফল/পূর্বের ক্ষেত্রফল `xx 100`)%
    
         আয়তক্ষেত্রের প্রস্থ যদি 10% বৃদ্ধি পেত তাহলে,
    
         প্রস্থ বৃদ্ধি হত y এর 10% =` (y xx (10)/(100))` একক =` y/(10)` একক
    
         :. নতুন প্রস্থ হত `= (y + y/(10)` একক =` (11y)/(10)` একক
    
          আবার ‘ক’ অংশ হতে পাই,
    
          10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের পরিমাণ হয় `(11x)/(10)` একক
    
         :. ক্ষেত্রফল হত `= ((11x)/(10) xx (11y)/(10))` বর্গ একক `= (121xy)/(100)` বর্গ একক
    
        :. ক্ষেত্রফল বৃদ্ধি পেত `= ((121xy)/(100) - xy)` বর্গ একক
    
                               `= (121xy - 100xy)/(100)` বর্গ একক
    
                               `= (21xy)/(100)`  বর্গ একক
    
                 Ans. 1%, `(21xy)/(100)` বর্গ একক।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd