1. Question:সমাধান সেট নির্ণয় কর: `(x + a)/(x - b) = (x + a)/(x + c)` 

    Answer
    সমাধান: দেওয়া আছে,
          `(x + a)/(x - b) = (x + a)/(x + c)`
    
     বা, `(x + a)(x + c) = (x + a)(x - b)`    [  আড়াগুণন করে  ]
    
     বা, `(x + a)(x + c) - (x + a)(x - b) = 0`    [  পক্ষান্তর করে  ]
    
     বা, `(x + a){ (x + c) - (x - b)} = 0`
    
     বা, `(x + a)(x + c - x + b) = 0`
    
     বা, `(x + a)(b + c) = 0`
    
      `:.  x + a = 0`    [  `:. b + c != 0`  ]
    
      `:. x = - a`
    
      `:.` নির্ণেয় সমাধান সেট `s = { - a}`






    1. Report
  2. Question:সমাধান সেট নির্ণয় কর: `(z - 2)/(z - 1) = 2 - 1/(z - 1)` 

    Answer
    সমাধান: দেওয়া আছে,
          `(z - 2)/(z - 1) = 2 - 1/(z - 1)`
    
     বা, `(z - 1 - 1)/(z - 1) = 2 - 1/(z - 1)`
    
     বা, `(z - 1)/(z - 1) - 1/(z - 1) = 2 - 1/(z - 1)`
    
     বা, `1 - 1/(z - 1) + 1/(z - 1) = 2`
    
     বা, `1 = 2`
    
        কিন্তুু এটি সম্ভব নয়।
        সুতরাং, প্রদত্ত সমীকরণের কোনো সমাধান নেই। 
        `:.` নির্ণেয় সমাধান সেট, `S = O/`






    1. Report
  3. Question:১. প্রমাণ কর যে, (ক) `sqrt(5)` (খ) `sqrt(7)` (গ) `sqrt(10)` প্রত্যেকে অমূলদ সংখ্যা। 

    Answer
    সমাধান:(ক) আমরা জানি, `4 < 5 < 9`
    
     `:.  sqrt(4) < sqrt(5) < sqrt(9)`
    
      বা, `2 < sqrt(5) < 3`
    
     সুতরাং `sqrt(5)`এর মান `2` অপেক্ষা বড় এবং `3` অপেক্ষা ছোট।
    
     অতএব, ‍ `sqrt(5)` পূর্ণ সংখ্যা নয়। 
    
     `:. sqrt(5)`মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা।
    
     যদি`sqrt(5)`মূলদ সংখ্যা হয় তবে
    
     ধরি, `sqrt(5) = p/q`; যেখানে `p`ও `q` উভয়ই স্বাভাবিক সংখ্যা ও পরস্পর
    
     সহমৌরিক এবং `q > 1`
    
     বা, `5 = p^2/q^2`   [  বর্গ করে  ]
    
     বা, `5q = p^2/q`     [  উভয়পক্ষকে `q` দ্বারা গূণ করে  ]
    
     স্পষ্টত: `5q`পূর্ণ সংখ্যা। কিন্তুু `p^2/q` পূর্ণ সংখ্যা নয় কারণ `p`ও `q`
    
     স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক এবং `q > 1`.
    
     `:. 5q` এবং`p^2/q` সমান হতে পারে না, অর্থাৎ`5q != p^2/q`
    
     `:. sqrt(5)` এর মান`p/q` আকারের কোনো সংখ্যাই হতে পারে না,
    
     অথাৎ `sqrt(5) != p/q`.
    
     সুতরাং`sqrt(5)` মূলদ সংখ্যা নয়।
    
     `:. sqrt(5)` অমূলদ সংখ্যা।    (প্রমাণিত)(খ) আমরা জানি, `4 < 7 < 9`
    
    `:.  sqrt(4) < sqrt(7) < sqrt(9)`
    
     বা, `2 < sqrt(2) < 3`
    
     সুতরাং `sqrt(7)`এর মান `2` অপেক্ষা বড় কিন্তু `3` অপেক্ষা ছোট।
    
      অতএব, ‍ `sqrt(7)` পূর্ণ সংখ্যা নয়। 
    
     `:. sqrt(7)`মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা।
    
      যদি`sqrt(7)`মূলদ সংখ্যা হয় তবে
    
     ধরি, `sqrt(7) = p/q`; যেখানে `p`ও `q` উভয়ই স্বাভাবিক সংখ্যা ও পরস্পর
    
     সহমৌরিক এবং `q > 1`
    
     বা, `7 = p^2/q^2`   [  বর্গ করে  ]
    
     বা, `7q = p^2/q`     [  উভয়পক্ষকে `q` দ্বারা গূণ করে  ]
    
     স্পষ্টত: `7q`পূর্ণ সংখ্যা। কিন্তুু `p^2/q` পূর্ণ সংখ্যা নয় কারণ `p`ও `q`
    
     স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক এবং `q > 1`।
    
     সুতরাং`7q` এবং`p^2/q` সমান হতে পারে না, অর্থাৎ`7q != p^2/q`
    
     `:. sqrt(7)` এর মান`p/q` আকারের কোনো সংখ্যাই হতে পারে না,
    
     অথাৎ `sqrt(7) != p/q`.
    
     সুতরাং`sqrt(7)` মূলদ সংখ্যা নয়।
    
    `:. sqrt(7)` অমূলদ সংখ্যা।    (প্রমাণিত)(গ) আমরা জানি, `9 < 10 < 16`
    
    `:.  sqrt(9) < sqrt(10) < sqrt(16)`
    
     বা, `3 < sqrt(10) < 4`
    
     সুতরাং `sqrt(10)`এর মান `3` অপেক্ষা বড় এবং `4` অপেক্ষা ছোট।
    
     অতএব, ‍ `sqrt(10)` পূর্ণ সংখ্যা নয়। 
    
     `:. sqrt(10)`মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা।
    
     যদি`sqrt(10)`মূলদ সংখ্যা হয় তবে
    
     ধরি, `sqrt(10) = p/q`; যেখানে `p`ও `q` উভয়ই স্বাভাবিক সংখ্যা ও 
    
     পরস্পর সহমৌরিক এবং `q > 1`।
    
     বা, `10 = p^2/q^2`   [  বর্গ করে  ]
    
     বা, `10q = p^2/q`     [  উভয়পক্ষকে `q` দ্বারা গূণ করে  ]
    
     স্পষ্টত: `10q`পূর্ণ সংখ্যা। কিন্তুু `p^2/q` পূর্ণ সংখ্যা নয় কারণ `p`ও `q`
    
     স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক এবং `q > 1`।
    
     সুতরাং `10q` এবং`p^2/q` সমান হতে পারে না, অর্থাৎ`10q != p^2/q`
    
     `:. sqrt(10)` এর মান`p/q`এরা আকারের কোনো সংখ্যাই হতে পারে না,
    
     অথাৎ `sqrt(10) != p/q`
    
     সুতরাং`sqrt(10)` মূলদ সংখ্যা নয়।
    
    `:. sqrt(10)` অমূলদ সংখ্যা।    (প্রমাণিত)






    1. Report
  4. Question:২(ক)`0.31` এবং `0.12` এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় কর। 

    Answer
    সমাধ্যান:মনে করি, একটি সংখ্যা `a = 0.12303003`............
                      এবং অপর সংখ্যা `b = 0.12404004`......
      স্পষ্টত: `a` ও `b` বাস্তব সংখ্যা এবং উভয়ই `0.12` অপেক্ষা বড় ও 
      `0.31` অপেক্ষা ছোট। অথাৎ, `0.12 < 0.12303003....... <0.31`
        এবং `0.12 < 0.12404004...... < 0.31`
        আবার, `a` ও `b` কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না।
          `:. a` ও `b` দুইটি নির্ণেয় অমূলদ সংখ্যা।






    1. Report
  5. Question:২(খ)`1/sqrt(2)` এবং `sqrt(2)` এন মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণেয় কর। 

    Answer
    সমাধান: এখানে, `1/sqrt(2) = 0.7071067`.....
      এবং  `sqrt(2) = 1.4142135`.......
      মনে করি, `a = 1.2 = 12/10 = 6/5`
      এবং `b = 1.020020002`.......
       স্পষ্টত:`a` ও `b` দুইটি বাস্তব সংখ্যা এবং উভয়ই `1/sqrt(2)` অপেক্ষা
       বড় এবং  `sqrt(2)` অপেক্ষা ছোট।
       অথাৎ, `1/sqrt(2) < 6/5 < sqrt(2)` এবং
        `1/sqrt(2) < 1.020020002........... < sqrt(2)`।
        ‍`a` কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়
        `:. a` একটি মূলদ সংখ্যা।
        কিন্তুু `b` কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না।
        `:. b` একটি অমূলদ সংখ্যা।
        `:. a` ও `b` দুইটি নির্ণেয় সংখ্যা যার মধ্যে `a` মূলদ  এবং `b` অমূলদ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd