বল



  1. Question:ক্রিয়া ও প্রতিক্রিয়া কীভাবে সম্পর্কিত ব্যাখ্যা কর। 

    Answer
    নিউটনের তৃতীয় সূত্রানুসারে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বলের মান সমান কিন্তু েএদের দিক বিপরীতমুখী। যদি P ও Q দুটি বস্তুর মধ্যে P বস্তুটি যদি Q বস্তুটির ওপর `F_1` বল প্রয়োগ করে তখন Q বস্তুটিও P বস্তুর উপর সমান ও বিপরীতমুখী বল `F_2` প্রয়োগ করবে। এখানে P বস্তু কর্তৃক Q বস্তুর উপর প্রযুক্ত বলকে ক্রিয়া বল এবং Q বস্তু কর্তৃক P বস্তুর ওপর প্রযুক্ত বলকে প্রতি্ক্রিয়া বল বলে।






    1. Report
  2. Question:কোন বলের কারণে নিউক্লিয়াস হতে বিটাক্ষয় হয়? 

    Answer
    দুর্বল নিউক্লীয় বলের কারণে নিউক্লিয়াস হতে বিটাক্ষয় হয়।






    1. Report
  3. Question:চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুকে পড়ে কেন? 

    Answer
    বাস যখন চলন্ত অবস্থায় থাকে, তখন বাসের যাত্রীরাও বাসের সাথে একই গতি প্রাপ্ত হয়। বাস হঠাৎ ব্রেক কষলে ব াসের সাথে যাত্রীর শরীরের নিচের অংশ স্থির হয়, কিন্তু শরীরের উপরের অংশ গতি জড়তার জন্য সামনের দিকে এগিয়ে যায় ফলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে।






    1. Report
  4. Question:প্রবাহী র্ঘষণ কাকে বলে? 

    Answer
    যখন কোনো বস্তু কোনো প্রবাহী পদার্থের মধ্যে গতিশীল থাকে তখন যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে প্রবাহী ঘর্ষণ বলে।






    1. Report
  5. Question:নিউক্লীয়ন কী? 

    Answer
    পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রন নামক দুটি কণা আছে। এদেরকে সংক্ষেপে নিউক্লীয়ন বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd