বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:সুষম খাদ্য কাকে বলে? 

    Answer
    যেসব খাদ্যে দেহের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় ছয়টি উপাদানই পরিমাণ  মতো থাকে তাদেরকে সুষম খাদ্য বলে।






    1. Report
  2. Question:ফ্রুট লুপস কী? 

    Answer
    ফ্রুট লুপস হলো এক ধরণের জাঙ্কফুড।






    1. Report
  3. Question:তিনটি খাদ্য উপাদানের নাম লেখ। 

    Answer
    তিনটি খাদ্য উপাদানের নাম হলো-
    ১. শর্করা, ২. আমিষ ও ৩. স্নেহ।






    1. Report
  4. Question:আমরা পরিমিত খাদ্য কেন খাব? 

    Answer
    দেহ সুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য আমরা পরিমিত খাদ্য খাব।






    1. Report
  5. Question:খাদ্য সংরক্ষণের দুটি বৈজ্ঞানিক পদ্ধতির নাম লেখ। 

    Answer
    খাদ্য সংরক্ষণের দুটি বৈজ্ঞানিক পদ্ধতির নাম হলো-
    ১. শুকিয়ে খাদ্য সংরক্ষণ।
    ২. বরফ জমানো ঠাণ্ডায় খাদ্য সংরক্ষণ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd